অবশেষে আমিরাতের বিমানে উঠলেন নাহিদ-নাসুম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ফেলেছে। স্কোয়াডে থাকলেও নাসুম আহমেদ আর নাহিদ রানা ঢাকায় ছিলেন, অপেক্ষা করছিলেন আমিরাতের ডাকের। অবশেষে আজ সকালে দুজন গেলেন সংযুক্ত আরব আমিরাতে। 

স্কোয়াড অনেক আগেই আমিরাতে পৌঁছে গেছে। একটা ম্যাচ খেলেও ফেলেছে গত রাতে। তবে ভিসা জটিলতার কারণে নাসুম আহমেদ আর নাহিদ রানার আমিরাতে যাওয়া হয়নি। যে কারণে প্রথম ওয়ানডে থেকে দুজনেই ছিটকে গিয়েছিলেন। 

বিজ্ঞাপন

অবশেষে ভিসা জটিলতা কাটিয়েছেন এই দুই ক্রিকেটার। আজ বৃৃহস্পতিবার সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন দুজনে।

নাহিদ রানা এবারই প্রথম সাদা বলের ক্রিকেটে ডাক পেলেন। দলে জায়গা পাওয়ার লড়াইটা অবশ্য কঠিনই হবে তার। গতকাল তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন। তাদের ছাপিয়ে দলে ঢোকার রাস্তাটা বেশ বন্ধুর নাহিদের সামনে।

বিজ্ঞাপন

এদিকে লম্বা সময় পর দলে ফিরেছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতোই পারফর্ম করতে চান, এ আশা নিয়ে আমিরাতের বিমানে উঠেছেন তিনি।