আফগান সিরিজ শেষ মুশফিকের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে চলে গেলেন মুশফিক

আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে চলে গেলেন মুশফিক

আশঙ্কাই সত্য হলো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পরের দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের।

বুধবারের প্রথম ম্যাচে আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে শুক্রবার শারজায় একজন অর্থোপেডিক চিকিৎসক মুশফিকের চোট পরীক্ষা করবেন। এরপরই পরবর্তী ফ্লাইটেই তার দেশে ফেরার কথা এই তারকা ক্রিকেটারের।

মুশফিকের ইনজুরির আপডটে দিয়ে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় উইকেটকিপার মুশফিক হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। সেই চোট নিয়েই পরে তিনি ব্যাটিংয়ে নামেন। তার ইনজুরির এক্সরে রিপোর্ট জানাচ্ছে বাঁ হাতের আঙ্গুলের ডিপ জয়েন্টে ফ্র্যাক্চার হয়েছে। এখন চিকিৎসাধীন থাকতে হবে তাকে। এ কারণেই সিরিজের বাকি দুই ম্যাচে তার খেলা হচ্ছে না। তার চিকিৎসার বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন

বুধবার আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আঙ্গুলে ইনজুরি নিয়েও মুশফিক ব্যাট করতে নামেন। ওই দিন একের পর এক ব্যাটার আউট হচ্ছিলেন, কিন্তু মুশফিকুর রহিমের দেখা মিলছি না ব্যাটিংয়ে। শেষমেশ তিনি নেমেছিলেন সাত নম্বরে। যে পজিশনে তিনি খেলেননি শেষ ৯ বছর ধরে। নতুন এই পজিশনে নেমে মাত্র ১ রান করে রশিদ খানের শিকার জন মুশফিক।

বুধবারের ম্যাচটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। কারণ প্রতিপক্ষের ২৩৫ রানের সামনে নেমে ৯২ রানের বড় হারে সিরিজেও পিছিয়ে গেছে দল। এ অবস্থায় সিরিজ বাঁচাতে পরের ম্যাচেই জয় চাই। ৯ নভেম্বর দ্বিতীয় ও ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজার মাঠেই।