আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে গেল বছর বাংলাদেশ সিরিজ হেরেছিল নিজেদের মাঠে। প্রায় দেড় বছর পর তাদের ‘ঘরের মাটিতে’ও সিরিজ হারের শঙ্কা পেয়ে বসেছে এবার। 

প্রথম ম্যাচে নাটকীয় হারের ফলে এখন প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশের জন্য ডু অর ডাই। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ তারই প্রথম কিস্তি। 

বিজ্ঞাপন

সিরিজ বাঁচাতে হলে আজ জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারবে না বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। 

তার আগে দলের পরিস্থিতিটাও ভালো নয় আদৌ। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও আছে শঙ্কা। 

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে একটা পরিবর্তন তো দলে আসছে এটা নিশ্চিত। মুশফিকুর রহিমের জায়গায় জাকের আলি কিংবা জাকির হাসান ঢুকতে পারেন দলে। তবে পরিস্থিতি বিচারে পাল্লাটা জাকের আলির দলে ঢোকার দিকেই হেলে আছে।

পারফর্ম্যান্সে উন্নতি চাই, এতে কোনো সন্দেহ নেই। গতকাল মেহেদি হাসান মিরাজ যেমন বলে গেলেন, শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও উন্নতি করা চাই। 

প্রথম ম্যাচে পেসাররা তাদের কাজ ভালোভাবে সেরে দিয়েছিলেন। ৭১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। তবে মাঝের ওভারে স্পিনাররা রান কম দিলেও উইকেট তুলে নিতে পারেননি। যার ফলে আফগানিস্তান একটা বড় জুটি পেয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ব্যাটার তো বটেই, স্পিনারদের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ।