২০ ওভার শেষেও আফগানিস্তানকে চাপে রাখল বাংলাদেশ
বল হাতে পাওয়ারপ্লেটা ভালো কেটেছে বাংলাদেশ। সে কৃতিত্বের সিংহভাগ ছিল পেসারদের দখলে। তার পরের দশ ওভারও মন্দ কাটল না। এবার প্রশংসাটা প্রাপ্য স্পিনারদের। সেদিকউল্লাহ আতালের উইকেট তুলে নেওয়া গেছে এই সময়ে, রানও এসেছে শুরুর দশ ওভারের চেয়ে কম।
চাপটা তাই আফগানদের ওপর থেকে সরে যায়নি এখনও। ২০ ওভার শেষে দলটা তুলেছে ৭৮ রান, উইকেট নেই দুটো।
দ্বিতীয় পাওয়ারপ্লের শুরুর দশ ওভারে বাংলাদেশ স্পিনারদের দিয়ে বল করিয়েছে ৭ ওভার। মেহেদি হাসান মিরাজ উইকেট না পেলেও এই ম্যাচ দিয়ে একাদশে ঢোকা নাসুম আহমেদ শুরুর ওভারেই উইকেট তুলে নিয়েছেন। তাও আবার সেট ব্যাটার আতালের।
মিরাজের অবশ্য তাতে অবদান আছে। দারুণ এক ক্যাচে আফগানদের দ্বিতীয় উইকেট পতনের কারণ বনলেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও আক্রমণে এসে কিপটে বোলিং করেছেন।
মুস্তাফিজুর রহমানকেও এই সময় আক্রমণে এনেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি উইকেটের দেখা না পাইয়ে দিতে পারলেও রান খরচ করেননি খুব একটা। সবকিছুর মিশেলে চাপটা এই সময়ে সরানো হয়নি আফগানদের।