ব্যাটিং ব্যর্থতার গল্প থামানোই চ্যালেঞ্জ সালাউদ্দিনের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন

সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেলেও মোহাম্মদ সালাউদ্দিন এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। বাংলাদেশ এখন খেলছে আফগানিস্তানের বিপক্ষে। তবে এরই মধ্যে তিনি দেখেছেন আরও একবার দলের ব্যাটিং ব্যর্থতার গল্প।

প্রথম ম্যাচে শেষ ২৩ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৯২ রানে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যদিও ব্যাটিং লাইন আপ সে ধাক্কা সামাল দিয়েছে ভালোভাবেই, তবে এ সামলানো যে সাময়িক, তা আঁচ করাই যাচ্ছে।

বিজ্ঞাপন

কেন? কারণ দলের ব্যাটারদের প্যাটার্ন। শেষ দেড় বছরে তিন ফরম্যাটেই দলের ব্যাটিং লাইন আপ ধুঁকেছে বেশ। যা কিছু ম্যাচ জিতেছে, তা সব বোলিং আক্রমণের কৃতিত্বে।

সহকারী কোচ হিসেবে তাই বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাটিং লাইন আপকে ফর্মে ফেরানো। সালাউদ্দিন এই বিষয়ে বললেন, ‘আসলে সরাসরি তো বলা যাবে না সেটা টেকনিক্যালি সমস্যা নাকি মানসিক সমস্যা নাকি অনুশীলনের সমস্যা। সেটা সামনাসামনি কাজ না করলে বোঝা যাবে না। এটার জন্য তো আমাদের অনেক কোচিং স্টাফ আছে তারা তো ভালো জানে খেলোয়াড়রা ভালো জানে। আমার মনে হয় সমস্যাটা খোঁজা হচ্ছে।’

বিজ্ঞাপন

তবে এই সমস্যা যে রাতারাতি দূর হয়ে যাবে না, সেটাও জানেন এই কোচ। তিনি বলেন, ‘রাতারাতি সবকিছু যে পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা ঠিক না। এট লিস্ট মানসিকভাবে তারা একটু ভালো হতে পারে আরেকটু চিন্তাভাবনাটা বড় করতে পারে। সেই সামর্থ্যটুকু যাতে পুরোটা দিতে পারে সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত। আশা রাখি ইনশাল্লাহ তারা একটা ভালো পর্যায় যাবে।’

সালাউদ্দিন দলের সঙ্গে যোগ দেবেন আফগানিস্তান সিরিজের শেষে। ওয়েস্ট ইন্ডিজ সফর হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট।