মুশফিকের পর শান্তকেও হারাল বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথম দুই ম্যাচ দুই দল জিতেছে। শেষ ম্যাচটা তাই বনে গেছে অঘোষিত ফাইনাল। এই ফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না আজ। 

দ্বিতীয় ওয়ানডেতে শান্ত খেলেছিলেন ১১৯ বলে ৭৬ রানের লড়াকু এক ইনিংস। মধ্যপ্রাচ্যের তীব্র গরমে সে ইনিংস খেলার মানে ক্র্যাম্পের সম্ভাবনা ডেকে আনাও।

বিজ্ঞাপন

শান্তরও সেটাই হয়েছে। শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন কুঁচকিতে। যার ফলে তাকে আর সে ম্যাচে পায়নি বাংলাদেশ। অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদি হাসান মিরাজ।  

সেই কুঁচকির চোট নিয়ে তাকে ম্যাচের পরই প্রশ্ন করেছিলেন ধারাভাষ্যকার রমিজ রাজা। জবাবে তিনি জানিয়েছিলেন, সমস্যা তখনও ছিল তার। এর এক দিন পেরিয়ে গেলেও সে সমস্যার সমাধান পাননি শান্ত। 

বিজ্ঞাপন

গত রাতে এমআরআই করা হয়েছে বাংলাদেশ অধিনায়কের। আজ সকালে সে রিপোর্ট এসেছে। পরিস্থিতিটা ম্যাচ খেলানোর অনুকূলে নেই।

তার ওপর আজকের এই ম্যাচ খেলে বাংলাদেশ উঠবে ওয়েস্ট ইন্ডিজের বিমানে। কুঁচকির এই চোট আর আসন্ন সে সফরের কথা ভেবে আজ তাকে খেলানো হচ্ছে না। যার ফলে বাংলাদেশের অধিনায়কত্ব আজ করবেন মেহেদি হাসান মিরাজ। 

এই স্কোয়াড মুশফিকুর রহিমের বিদায়ের ফলে নেমে এসেছে ১৪ জনে। এবার শান্তও যদি খেলতে না পারেন, সেটা দাঁড়াবে ১৩ জনে। ফলে ফিল্ডিংয়ের সময় বদলি ফিল্ডার হিসেবে স্রেফ দুজনকেই ব্যবহার করতে পারবে বাংলাদেশ।