জোড়া মাইলফলক ছুঁলেন মিরাজ
ম্যাচটা এমনিতেই বিশেষ কিছু ছিল মেহেদি হাসান মিরাজের জন্য। ভাগ্য তার এই ম্যাচটাকে আরও বিশেষ বানিয়ে দিল। অধিনায়ক হিসেবে নামলেন টস করতে। তাতেই জোড়া মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
আজকের ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডেতে ১০০ ম্যাচ খেলার কীর্তি ছিল ১২ ক্রিকেটারের। ইতিহাসে ১৩তম বাংলাদেশি হিসেবে শততম ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেললেন মেহেদি হাসান মিরাজ।
২০১৬ সাল থেকে বাংলাদেশের হয়ে খেলছেন তিনি। তবে মিরাজ এতদিনে একবারও অধিনায়ক হিসেবে মাঠে নামেননি। সে বক্সেও টিক পড়ে গেল আজ। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আজ প্রথম বারের মতো বাংলাদেশের অধিনায়ক হিসেবে কোনো ওয়ানডেতে খেলছেন তিনি।
কুঁচকির চোটে নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচে খেলতে পারছেন না। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।
সে কারণে মিরাজকে আগামী টেস্ট সিরিজেও দেখা যাবে অধিনায়ক হিসেবে টস করতে। সে ম্যাচে আরও দুই মাইলফলক অপেক্ষা করছে তার জন্য।
সে ম্যাচে প্রথম বারের মতো টেস্টে অধিনায়কত্ব করবেন মিরাজ। সে ম্যাচ আবার বাংলাদেশের জার্সিতে তার ৫০তম টেস্ট ম্যাচ।
সিনিয়র পর্যায়ে বাংলাদেশের অধিনায়কত্ব কখনো না করলেও এই বিষয়টা তার জন্য নতুন কিছু নয়। দুটো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। যার একটাতে দল খেলেছিল সেমিফাইনালে। অবশেষে মূল ধারার আন্তর্জাতিক ম্যাচেও নেতা হিসেবে আবির্ভাব হলো তার।