বিশ্বকাপে পা রাখা হকি দলকে আসিফ মাহমুদের অভিনন্দন

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ হকিতে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। হকি বিশ্বকাপের যে কোনো ফরমেটে এই প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে বিশ্বকাপ। ২০২৫ সালে যুব বিশ্বকাপ হকির আসর বসবে ভারতে। সেখানে খেলবে বাংলাদেশ দল। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে।

বিজ্ঞাপন

এই সাফল্যে পর বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দলের এই অভিস্মরণীয় সাফল্যের পর তিনি হকি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশা করেন হকি দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

বিজ্ঞাপন

মাসকটে এই টুর্নামেন্ট শুরুই করেছিল বাংলাদেশ সাফল্য দিয়ে। প্রথম ম্যাচে তারা হারায় স্বাগতিক ওমানকে ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপর মালয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে পড়ে। যদিও সেই ম্যাচ কোনোক্রমে ২-২ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচেও চিনের বিপক্ষেও ড্র করে বাংলাদেশ। আর আজ মঙ্গলবার থাইল্যান্ডের দুর্দান্ত জয়ে সামনের যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ দল।