আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সুপ্তা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শারমিন আক্তার সুপ্তা

শারমিন আক্তার সুপ্তা

হারিয়েই গিয়েছিলেন তিনি। জাতীয় দলের বাইরে বছরের বেশি থাকলে কি আর আলোচনায় থাকা যায়? কিন্তু তিনি প্রস্তুত হয়েছেন নীরবে। ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দেখিয়েছেন চমক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন। সপ্তাহ না ঘুরতেই সেই সাফল্যের একটা স্বীকৃতি পেলেন শারমিন আক্তার সুপ্তা। ‌

আইসিসি নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সুপ্তা। তার সঙ্গে নভেম্বর মাসসেরায় মনোনয়ন পেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক ও ইংল্যান্ড ওপেনার ড্যানি ওয়াট-হজ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ঘোষিত হয়েছে পুরুষ ক্রিকেটে মাসসেরার মনোনয়নও। যেখানে সংক্ষিপ্ত তিনে জায়গা পেয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ, পাকিস্তানের হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

সেই ২০২৩ সালের জুলাইয়ের পর গত মাসে জাতীয় দলে ফেরেন গত মাসে। ফিরেই শারমিন সুপ্তা আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে দেখান যোগ্যতার পরিধি। প্রথম ওয়ানডেতে করেন ৮৯ বলে ৯৬ রান। পরের ম্যাচে করেন ৬৩ বলে ৪৩ রান। ২ ডিসেম্বর তৃতীয়তে আরও দুর্দান্ত। এবার আইরিশদের বিপক্ষে তার ব্যাটে ৮৮ বলে ৭২।

বিজ্ঞাপন

এরমধ্যে প্রথম দুটি ম্যাচ নভেম্বরে হওয়ায় সেই দুটিই বিবেচনায় নিয়েছে আইসিসি। নভেম্বরের ২ ওয়ানডেতে সুপ্তার গড় ৬৯.৫০ ও ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রান।

সেরা নির্বাচনে জুরিদের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের ভোট বিবেচনায় নেওয়া হয়। আগ্রহীরা আইসিসি ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন যে কেউ। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এখন অব্দি একমাত্র হিসেবে আইসিসি মাসসেরা পুরস্কার পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।