বাংলাদেশ সাফল্যের ধারা বজায় রাখবে: আসিফ মাহমুদ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে অসাধারণ এক জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বপ্নের মতো একটা ফাইনাল উপহার দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাইয়ে আজ রোববার ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুলে টাইগার যুবারা। এরপর বল হাতে প্রতিপক্ষ ভারতকে ১৩৯ রানে অলআউট করে আকাশে উড়ল বাংলাদেশ দল। গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসেছিল ট্রফি। এবার শক্তিশালী ভারতকে হারানোতে আনন্দটাও দ্বিগুণ লাল-সবুজের প্রতিনিধিদের।

বিজ্ঞাপন

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা ব্যক্ত করেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

ক্রীড়া উপদেষ্টা ছাড়াও চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মতুর্জাও মেতেছেন তাদের বন্দনায়।

বিজ্ঞাপন

মাশরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক লিখলেন, ‘অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।’ জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘টানা ২য় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! অভিনন্দন তরুণ টাইগারদের -এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।’

এমন প্রশংসাই প্রাপ্য জুনিয়র টাইগাররা। কারণ তাদের হাত ধরে বাংলাদেশ আরও একবার বুঝিয়ে দিল এশিয়ার সেরা তারাই!