তামিম-মিরাজ-রিয়াদের ফিফটিতে বাংলাদেশ ২৯৪
টেস্ট সিরিজে ড্রয়ের স্বস্তি নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ দল। উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্য থাকল বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তিনি যে ভুল করেননি সেটি ব্যাটাররা প্রমাণ দিলেন। অর্ধশতক তুলেছেন তানজিদ হাসান তামিম, মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ।
সেন্ট কিটসে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৪ রান। ১০১ বলে ৭৪ রান করছেন মিরাজ।
এর আগে বেশ লড়ছিলেন তামিম। কিন্তু হাফসেঞ্চুরির পর তাড়াহুড়ো করতে গিয়ে সর্বনাশ। আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন তিনি। ৬০ বলে ৬০ রান করে আউট তানজিদ। ৬টি চার মেরেছেন ও ৩টি দুর্দান্ত ছক্কা। তাতেই ভাঙে তানজিদ-মিরাজের ৯৭ বলে ৭৯ রানের জুটি।
একদিন আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে ঝড় তোলা সৌম্য সরকার অবশ্য এদিন বড় ইনিংস খেলতে পারেননি। এই ওপেনার ফিরে যান ১৮ বলে ১৯ রান তুলে। হতাশ করেন লিটন কুমার দাস। মাত্র ২ রানে সাজঘরের পথ ধরেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েন এই টপ অর্ডার ব্যাটার।
এদিন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের উইকেটে বেশ সাবলীল মনে হয়েছে মিরাজকে। এই ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন। যদিও এই ইনিংস খেলতে গিয়ে ভাগ্য জীবন পেলেন তিনবার। ৭১ বলে ফিফটি তুলে নেন মিরাজ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও ফিফটি করেছিলেন এই ব্যাটার।
শেষ দিকে এসে দুর্দান্ত ব্যাট করেন জাকের আলি ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাকের ফিরে যান ৪০ বলে ৪৮ রান তুলে। রিয়াদ ৪৪ বলে ৫০ তুলে নট আউট।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ব্রেন্ডন কিং, ক্যাসি কার্টি, শাই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, জেইডেন সেইলস, আলঝারি জোসেফ।