আইরিশদের কাছে ধবল ধোলাই বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৪ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশ মেয়েরা

৪ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশ মেয়েরা

সিরিজের উত্তেজনা শেষ হয়ে গিয়েছিল আগেই। টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের জন্য আজ সোমবার ৩য় ও শেষ ম্যাচটি ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। সেই মিশনে সফল হতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। সিলেটের মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশ মেয়েরা।

আজ সকালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। কিন্তু টাইগ্রেসরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে মাত্র ১২৩ রান। জবাব দিতে নেমে শেষ ওভারে এসে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে।

বিজ্ঞাপন

এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে এসে সেই প্রতিশোধ নিল সফরকারী দলের মেয়েরা।

২০২৪ সালে টি-টোয়েন্টিতে নিজেদের মাঠে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের যন্ত্রণায় ডুবল বাংলাদেশের মেয়েরা। তারও আগে ভারতের বিপক্ষে ০-৫ ও অস্ট্রেলিয়ার কাছে ০-৩  ব্যবধানে হোয়াইটওয়াশ হয় নিগার সুলতানা জ্যোতির দল।

বিজ্ঞাপন

অথচ আজ ম্যাচটা জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। কারণ ৬ বলে জিততে আইরিশদের দরকার ছিল ১৫ রান। হাতে ৫ উইকেট। শেষ সেই ওভারের প্রথম বলে এক নিতেই রান আউট। শেষের পাঁচ বলে ১৪। বাংলাদেমের দিকেই ছিল ম্যাচটা। কিন্তু সেই ম্যাচটাই কীন্
আয়ারল্যান্ড নারী দল জিতে নিল একবল হাতে রেখে। দ্বিতীয় বলে ২, পরের তিন বলে ৩ বাউন্ডারি। ব্যস, মিলে গেল তাদের সমীকরণ!

আইরিশদের জেতালেন লরা ডিলেনি। ৩১ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ৩২ রান।

সিলেটে সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল ছিল বাংলাদেশের। প্রথম উইকেট জুটিতে ৪ ওভারে ৩৬ রান। ওপেনার শোবহানা মুস্তারি ৪৩ বলে ৪৫। ইনফর্ম শারমিন আক্তার সুপ্তা এবার ৩৩ বলে ৩৪ রান তুললেন। ১৩.৪ ওভারে ২ উইকেটে ১০৪ রান তোলা দলটাই কীনা অলআউট ১২৩ রানে। এভাবে রান কম করার কারণেই ম্যাচটাও হেরে গেল স্বাগতিকরা।

২০১৮ সালে আয়ারল্যান্ডের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাটিতে তাদের বিপক্ষেই কীনা ধবল ধোলাই!