হারের কারণ খুঁজে পেয়েছেন মিরাজ
কিছুটা হতাশা ছুঁয়ে ফেলাটাই স্বাভাবিক। ২৯৪ রান নিয়েও লড়তে পারল না বাংলাদেশ দল। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটে অনায়াসে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতল ওয়েস্ট ইন্ডিজ! যদিও রোববার সেন্ট কিটসে ব্যাটাররা দুর্দান্ত খেলেছেন। প্রায় তিনশর ছুঁয়ে ফেলা সংগ্রহ নিয়েও বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।
ব্যাটাররা তাদের দ্বায়িত্বটা ঠিকঠাক পালন করলেও হতাশ করেছেন বোলাররা। তাইতো সমীকরণ মিলেনি। মঙ্গলবার এই ধাক্কা সামলে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ। এদিন তারা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে উইন্ডিজের। সেখানে হারের ভুল থেকে শিক্ষা নিতে চান মেহেদি হাসান মিরাজ।
রোববার ৫ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলছিলেন, ‘দেখুন, আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। সামনে দুটি ম্যাচ, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।’
তবে প্রথম ম্যাচে ব্যাটারদের নিয়ে খুশি তিনি। নিজেও হাফসেঞ্চুরি পেয়েছেন। মিরাজ বলেন, ‘স্কোর নিয়ে আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল। আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি, উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ভালো খেলেছে ওরা।’
বোলিং নিয়ে সন্তুষ্ঠ অধিনায়ক মিরাজ আশা করছেন পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যেমনটা টেস্ট সিরিজে প্রথমটি হেরেও শেষ অব্দি ড্র করেছিল সিরিজ!