যুব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজ পুরস্কারের ঘোষণা শুনল যুব ক্রিকেট দল

আজ পুরস্কারের ঘোষণা শুনল যুব ক্রিকেট দল

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য আসছে। দিন কয়েক আগেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ হকি দল। গতকাল রোববার ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এই সাফল্যের পথ ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছিল হকি দল। আর আজ পুরস্কারের ঘোষণা শুনল যুব ক্রিকেট দলও।

যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞাপন

তবে টাকার অঙ্কে কম পেয়েছে হকি দল। বাংলাদেশ প্রথম বারের মতো হকিতে যে কোনো পর্যায়ে বিশ্বকাপ ওঠা দলটাকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। যা কীনা জনপ্রতি খেলোয়াড় হিসেবে যা এক লাখেরও কম টাকা।

এমনিতে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ফুটবল, ক্রিকেট ও হকিতে দেশের বাইরে থেকে সাফল্য এসেছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেন।

বিজ্ঞাপন

নারী ফুটবল দল সাফ শিরোপা জিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তরফ থেকে পেয়েছে এক কোটি টাকা পুরস্কার।