শ্রীলঙ্কান লিগে খেলতে যাচ্ছেন সাব্বির

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাব্বির রহমান

সাব্বির রহমান

ক্যারিয়ারের দুঃসময় পেছনে ফেলে সামনে এগিয়ে এসেছেন সাব্বির রহমান। এইতো কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) দল পেলেন তিনি। এ মাসে শুরু হতে যাওয়া লড়াইয়ে তিনি খেলবেন চিত্রনায়ক শাকিব খানের দল দল ঢাকা ক্যাপিটালসের হয়ে। এই আসরের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখনই নতুন সুখবর পেলেন সাব্বির।

জাতীয় দলের এক সময়ের এই তারকা ক্রিকেটার লঙ্কান টি-টেন সুপার লিগে খেলবেন। নিজেই জানালেন এই খবর। আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য দেন সাব্বির। যদিও জানান নি কোন দলে খেলবেন তিনি।

বিজ্ঞাপন

১১ ডিসেম্বর, বুধবার শুরু হবে লঙ্কা টি-টেন লিগ। এই টুর্নামেন্টের ফাইনাল ১৯ ডিসেম্বর। মানে টুর্নামেন্ট শেষ করে এসেই বিপিএলে মাঠে নামতে পারবেন সাব্বির। বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ৩০ ডিসেম্বর থেকে।

আবুধাবির পর এবার শ্রীলঙ্কাতেও জমবে ১০ ওভারের এই ক্রিকেট রোমাঞ্চ। এই টুর্নামেন্টে থাকছেন বাংলাদেশি ক্রিকেটারও। সাব্বির আগেই দল পেয়ে গেছেন বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, সৌম্য সরকার ও রনি তালুকদার।

বিজ্ঞাপন

সাকিব লংকান টি-টেন লিগে ড্রাফটের আগেই দল পেয়েছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা এই তারকাকে গল মারভেলস দলে নিয়েছে। ড্রাফট থেকে দল পেয়েছেন সৌম্য সরকার। হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে লড়বেন এই ব্যাটার।

গতকাল সোমবার তৃতীয় বাংলাদেশি হিসেবে লঙ্কা টি-টেনে দল পেয়েছেন ওপেনার রনি তালুকদার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে রনি নিজেই জানালেন তিনি খেলবেন কলম্বো জাগুয়ার্সে। ফেসবুক স্ট্যাটাসে রনি তালুকদার লিখেছেন, ‘লঙ্কা টি-টেন সুপার লিগে কলম্বো জাগুয়ারদের প্রতিনিধিত্ব করতে পারবো ভেবে রোমাঞ্চিত। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। একটি ভালো মৌসুমের অপেক্ষায়। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’

সাব্বির রহমান দল পেয়ে ফেসবুকে আজ লিখেছেন, ‘#lankant10✌️ -এর জন্য অনেক রোমাঞ্চিত। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’