ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিন নেই-দলে শরিফুল
আগের ম্যাচেই ২৯৪ করেও হেরেছে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে ওঠার সুযোগ এবার। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেন্ট কিটসের মাঠেই আজ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। সিরিজ জেতার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ মঙ্গলবার জিততেই হবে-এমন সমীকরণের সামনে টস ভাগ্য সঙ্গে থাকল না মেহেদী হাসান মিরাজের।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ দলকে। সকালের আর্দ্রতা কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নিলেন ক্যারিবীয় অধিনায়ক।
পরিসংখ্যান জানাচ্ছে-দুই দলের সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ দুটিতে করেছে হোয়াইটওয়াশ। এবার কেমন হয় সেটাই দেখার।
প্রথম ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন বাংলাদেশ দলে। তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফিরেছেন।
সিরিজ জয়ের মিশনে নাম ওয়েস্ট ইন্ডিজ একাদশেও এক পরিবর্তন। আলজারি জোসেফের জায়গায় তারা অভিষেক হচ্ছে পেসার মার্কিনো মিন্ডলির।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শেই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, মার্কিনো মিন্ডলি, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।