সাকিবকে ছোঁয়ার খুব কাছে মিরাজ
তিন ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। তার এই কীর্তি ছোঁয়ার প্রথম ধাপের কাছাকাছি চলে এসেছেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তালিকার দুইয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরই স্বীকৃতি হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। মিরাজের বর্তমান রেটিং ২৮৪। শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা (৪১৫ রেটিং), আর তৃতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন (২৮৩ রেটিং)।
সিরিজের প্রথম টেস্টে মিরাজ নিয়েছেন মোট চার উইকেট এবং ব্যাট হাতে ২৩ ও ৪৫ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় টেস্টে তার ব্যাটিং পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য, যেখানে তিনি ৩৬ ও ৪২ রান করে দলের জয়ে অবদান রেখেছেন।
এদিকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সেঞ্চুরি করার পর তার রেটিং হয়েছে ৮৯৮, যা জো রুটের ৮৯৭ রেটিংকে ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ব্রুক শচীন টেন্ডুলকারের ৩৪তম সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন।
বেসিন রিজার্ভে ব্রুক ১২৩ ও ৫৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন। অন্যদিকে, জো রুট খেলেছেন ৩ ও ১০৬ রানের ইনিংস। জুলাইতে রুট শীর্ষস্থানে উঠলেও ব্রুকের ধারাবাহিক পারফরম্যান্স তাকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে।