রাজশাহীকে জেতালেন সোহান
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই আজ থেকে শুরু হয়েছে। শুরুর দিনেই আলোচনায় ছিল তামিম ইকবালের মাঠে ফেরা। ঠিক একই দিনে আরও এক তামিম অবশ্য চলে এসেছেন শিরোনামে।
সদ্য যুব এশিয়া কাপ জেতা আজিজুল হক তামিম খুলনার হয়ে দারুণ এক ফিফটি করে শুরুতে এসেছিলেন আলোচনায়। তবে তাকে শিরোনামে বেশিক্ষণ থাকতে দেননি হাবিবুর রহমান সোহান। তার দাপুটে ফিফটিতে ভর করে এনসিএলে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে রাজশাহী।
যুব এশিয়া কাপে বাংলাদেশ দলকে শিরোপা এনে দেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ঘরোয়া পর্যায়ে মাঠে নামেন তামিম। খুলনার হয়ে আজ রাজশাহীর বিপক্ষে তিনি ৩১ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ঝোড়ো ৫৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসের ওপর ভিত্তি করেই খুলনা ১৭২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়।
তবে রাজশাহী তাদের তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাটে সেই চ্যালেঞ্জের জবাব দেয়। সোহান ৩৮ বলে ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৬৬ রানের মারকুটে ইনিংস খেলেন। শেষমেশ আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে রাজশাহী ১১ রানে জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা: ২০ ওভারে ১৭২/৭ (এনামুল হক বিজয় ০, অমিত মজুমদার ২৭, আজিজুল হাকিম তামিম ৫৩, নুরুল হাসান সোহান ৩৭, মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৫ নট আউট, অতিরিক্ত ১৩, ফরহাদ রেজা ৩/১৮, মোহর শেখ ২/২৫, মেহরাব হোসেন ১/২৬, নিহাদউজ্জামান ১/১৪)
রাজশাহী: ১৭.২ ওভারে ১৫৩/৩ (হাবিবুর রহমান সোহান ৬৬, সাব্বির হোসেন ২৮, প্রীতম কুমার ৩০ অপরাজিত, মেহরব হাসান ২৬)
ফল: রাজশাহী ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী।