বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল উইন্ডিজ
সেন্ট কিটসে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ৩২১ রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। মাহমুদউল্লাহর অপরাজিত ৮৪ রানের অনবদ্য ইনিংস আর সৌম্য-মিরাজের ১৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি বড় সংগ্রহ গড়লেও, তা ম্লান করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু।
অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটার। ৮৩ বলে ১০৪* রানের অপরাজিত ইনিংস খেলে ক্যারিবীয়দের ৪ উইকেট আর ২৫ বল হাতে রেখে জয় এনে দেন। সঙ্গ দিয়েছেন কিসি কার্টি (৯৫) ও গুড়াকেশ মোতি (৪৪*)। এটি সেন্ট কিটসে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ ও লিটনের দ্রুত বিদায়ের পর সৌম্য-মিরাজ দলকে সামলে তোলেন। পরে মাহমুদউল্লাহ-জাকেরের ১৫০ রানের জুটি বাংলাদেশের সংগ্রহ ৩২১-এ পৌঁছে দেয়।
তবে জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে ৪ উইকেট হারালেও, বৃষ্টি বিরতির পর বাংলাদেশের স্পিনাররা ছন্দ হারান। জাঙ্গু ও কার্টি মিলে ম্যাচ বাংলাদেশের হাতছাড়া করেন। শেষদিকে মোতির ছক্কায় জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
অভিষেকেই ম্যাচসেরা হয়েছেন আমির জাঙ্গু। সিরিজের সেরা শেরফান রাদারফোর্ড। এই জয়ে ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (মাহমুদউল্লাহ ৮৪*, মিরাজ ৭৭, সৌম্য ৭৩; জোসেফ ২/৪৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ৩২৫/৬ (জাঙ্গু ১০৪*, কার্টি ৯৫; রিশাদ ২/৬৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।