বিজয় দিবসে জয়ের হাসি মেয়েদের ক্রিকেটেও
বিজয় দিবসে বাংলাদেশকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দিয়েছে পুরুষদের ক্রিকেট দল। উইন্ডিজকে হারিয়েছে ৭ রানে। এরপর মেয়েদের ক্রিকেটও দেশকে সুখবর দিল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচে দলটা ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
কুয়ালালামপুরের বেমাস ওভালে আজকের এই ম্যাচটা বৃষ্টির কারণে নেমে এসেছিল ১৭ ওভারে। সে ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট খুইয়ে ১২২ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে দেননি সুমাইয়া-নিশিতারা।
বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাদিয়া আকতার। তিনি ২৫ বলে ৩ ছক্কায় করেন ৩১ রান। তাকে সঙ্গ দেন আফিয়া আসিমা ইরা ও মোসাম্মৎ সুমাইয়া। দুজন মিলে শেষ দিকে ৪৯ রানের জুটি গড়েন, যা বাংলাদেশকে ১২২ রানের পুঁজি এনে দেয়।
জবাবে শ্রীলঙ্কার হয়ে সানজানা কাভিন্দি করেন ২১ রান, বল হাতে ৪ উইকেট নেওয়া রাশমিকা সেওয়ান্দি করেন ২০ রান। তবে তাদেরকে চড়ে বসতে দেননি নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আকতাররা। ম্যাচসেরা হওয়া নিশি ১৬ রান খরচায় নেন ২ উইকেট, সুমাইয়া ৩ উইকেট নেন ১২ রানে। তাতেই বাংলাদেশ ২৮ রানের সহজ এক জয় তুলে নেয়।