ফাইনালে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঢাকার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত ঢাকা মহানগর ও রংপুরের মধ্যকার এনসিএল ফাইনাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এত কম রান আর কখনোই দেখা যায়নি। ৬২ রান তুলতে রংপুরের বিপক্ষে অলআউট হয়েছে ঢাকা মেট্রো।

রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবুর বিধ্বংসী বোলিংয়ের সামনে মহানগরের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি এলেও এরপর থেকে শুরু হয় ঢাকার পতনের মিছিল। ১৬ রানেই মহানগরের প্রথম পাঁচটি উইকেট তুলে নেয় রংপুর, যা এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে পাঁচ উইকেট হারানোর নতুন রেকর্ড।  

বিজ্ঞাপন

মুকিদুল নিজের প্রথম দুই ওভারে ইমরানুজ্জামান, আনিসুল ইসলাম ও আমিনুল ইসলামকে আউট করে ঢাকার ইনিংসে বড় ধাক্কা দেন। অন্য প্রান্তে আলাউদ্দিন বাবু নতুন বলে ফেরান মহানগরের অধিনায়ক মোহাম্মদ নাঈমকে। পরে তিনি মোহাম্মদ তাজিবুল ও রাকিবুল হাসানকে আউট করেন।  

মহানগরের ইনিংস থামে মাত্র ৬২ রানে, যা টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বাংলাদেশে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো কোনো দল ১০০ রানের নিচে অলআউট হলো। এর আগে ২০১৬ সালের বিপিএল ফাইনালে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিল।  

বিজ্ঞাপন

ফাইনালের মঞ্চে এ ধরনের রানখরা নজিরবিহীন। টুর্নামেন্টজুড়ে বড় রানের ম্যাচ অনেক দেখা গেছে। তবে শেষ দিকে এসে সে রানের ধারা কমে গেছে। প্লে অফে লো স্কোরিং ম্যাচ দেখা গেছে দুই ম্যাচেই। তবে ফাইনালে এসে সব রেকর্ড ভেঙে গেছে। ৬২ রান অলআউট হয়েছে ঢাকা মেট্রো।