৩০ বছরের সংসার ভেঙ্গে গেল গার্দিওলার!
ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার। টানা চারটি প্রিমিয়ার লিগ জেতা এই কোচ চলতি মৌসুমে শিরোপা হারানোর শঙ্কায়। তবে মাঠের দুরবস্থার সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের সমস্যাও। ফুটবলে দলবদলের মত করে সংসারেও বদলের আভাস পাওয়া যাচ্ছে গার্দিওলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরা তাদের ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সালে প্রথম সাক্ষাৎ হয় গার্দিওলার। ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের ১০ বছরের মাথায় দীর্ঘদিনের এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজন।
তিন সন্তানের বাবা-মা গার্দিওলা ও ক্রিস্টিনা দম্পতি গত ৫ বছর ধরেই পেশাগত কারণে দুজন দুদেশে অবস্থান করছেন।স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে,গত পাঁচ বছর ধরেই গার্দিওলা ও ক্রিস্টিনা আলাদা দেশে বসবাস করছেন। গার্দিওলা ছিলেন ইংল্যান্ডে এবং ক্রিস্টিনা ছিলেন স্পেনের বার্সেলোনায়।
আলাদা থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাঁদের ছুটি কাটাতে। তবে সে সবই এখন অতীত। এবার চিরদিনের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত ডিসেম্বরেই নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন গার্দিওলা ও ক্রিস্টিনা। তবে তাদের ঘনিষ্ঠদের মাঝেই কেবল এ খবর সীমাবদ্ধ ছিল।
স্পোর্ত জানিয়েছে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের দুজনের সম্পর্ক এখনো আন্তরিক, স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ আছে।