হ্যামিল্টনে এখন একটাই অপেক্ষা-হার!



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
দ্বিতীয় ইনিংসেও লড়লেন তামিম ইকবাল

দ্বিতীয় ইনিংসেও লড়লেন তামিম ইকবাল

  • Font increase
  • Font Decrease

এই ম্যাচের এখন একটাই নাম; হারের অপেক্ষা! আর সেই অপেক্ষার কষ্ট নিয়ে হ্যামিল্টনে বাংলাদেশ। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যোগাড় ৪ উইকেটে ১৭৪ রান। ইনিংস হার এড়াতে চাই আরে ৩০৭ রান। সামনের সময়টায় সেই বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই কঠিন কাজ করে ফেলবেন-এমন আশা যে প্রায় গুঁড়েবালি!

৬ উইকেটে রেকর্ড ৭১৫ রান তুলে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে। দুটি সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি, দুটি হাফসেঞ্চুরিতে হ্যামিল্টনে সত্যিকার অর্থেই রানোৎসবে মেতে উঠে নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয়দিন সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিত রাভাল ও টম লাথাম। তৃতীয়দিন ডাবল সেঞ্চুরির আনন্দে ব্যাট তুললেন কেন উইলিয়ামসন। মিডলঅর্ডারে হাফসেঞ্চুরি করলেন নিকোলস ও ডি গ্র্যান্ডহোম। অন্যরূপে সেঞ্চুরি এমনকি ডাবল সেঞ্চুরিও দেখলেন বাংলাদেশের বোলাররা। আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও খালেদ আহমেদ-দলের তিন পেসারই একশ’র ওপর রান খরচ করলেন। তবে রান খরচের এই তালিকায় সবাইকে ছাড়িয়ে গেলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪৯ ওভারে ২ উইকেট পেলেন তিনি কিন্তু খরচ হলো তার রেকর্ড ২৪৬ রান!

টেস্ট ম্যাচের এক ইনিংসে রান খরচে এটি নতুন রেকর্ড। আগেরটা ছিলো ২১৯, স্পিনার তাইজুল ইসলামের। গেলবছর চিটাগং টেস্টে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা।

ব্যাট হাতে রেকর্ড গড়া নিউজল্যান্ডের জবাব দিতে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সঙ্গে প্রথম ইনিংসের বেশ মিল খুঁজে পাওয়া গেল। ওপেনিং জুটি এবারো মন্দ হয়নি। এই জুটিতে রান উঠলো ৮৮। এবারো উইকেটে সেট হয়ে ৭১ বলে ৩৭ রান করে ফিরলেন ওপেনার সাদমান। অপর ওপেনার তামিম ইকবালের ব্যাটে আরেকবার মিললো প্রথম ইনিংসের মারকুটো ব্যাটিং। ৮৬ বলে ৭৪ রান করে ফিরলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম।

তৃতীয়দিনের শেষ সেশনটা ভালো কাটলো না বাংলাদেশের। জায়গায় দাড়িয়ে ব্যাট চালিয়ে ক্যাচ দিলেন মুমিনুল হক। খানিকবাদে তাকে একই কায়দায় অনুসরণ করে ফিরলেন মোহাম্মদ মিঠুন শূন্য রানে। হ্যামিল্টন টেস্টের উভয় ইনিংসে ব্যর্থ দলের এই দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

তামিম যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিলো প্রথম ইনিংসে নিজের সেঞ্চুরির পথেই হাঁটছেন। কিন্তু টিম সাউদির একটি খাটো লেন্থের বল ছেড়ে দিতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। নিচু হয়ে বলটা ছাড়লেন কিন্তু শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পারায় হাতে ধরে রাখা ব্যাট আকাশমুখি হয়ে রইলো। বল সেই ব্যাটের কানায় লেগে উপরে উঠে। সহজ সেই ক্যাচ ধরতে উইকেটকিপারকে তেমন কষ্ট করতে হয়নি।

১২৬ রানে শুরুর চার উইকেট হারানোর পর বাংলাদেশ শেষ সেশনের শেষভাগে প্রতিরোধ গড়ে তোলে। মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার নিউজিল্যান্ডের ‘বাউন্সার ঝড়’ এড়িয়ে দলের ক্ষতি আর বাড়তে দেননি। পঞ্চম উইকেট জুটিতে এই দুজনে অক্ষত ৪৮ রান যোগ করেন। সৌম্য খেলছেন ৩৯ এবং মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে হ্যামিল্টনে চতুর্থদিনের শুরুটা করবেন।

চতুর্থদিনে বাংলাদেশের একটাই কাজ-প্রতিরোধ গড়া। বাকি ছয় উইকেট নিয়ে সেই লড়াইয়ে কতক্ষণ টিকে থাকে বাংলাদেশ সেটাই দেখার বিষয়!

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয়দিন শেষে, বাংলাদেশ ১ম ইনি: ২৩৪/১০ (৫৯.২, তামিম ১২৬, সাদমান ২৪, মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মেহেদি ১০, আবু জায়েদ ২, খালেদ ০, এবাদত ০, অতিরিক্ত ০, ওয়াগনার ৫/৪৭, সাউদি ৩/৭৬)। নিউজিল্যান্ড ১ম ইনি: ৭১৫/৬ ডি. (রাভাল ১৩২, লাথাম ১৬১, উইলিয়ামসন ২০০*, নিকোলস ৫৩, ওয়াটলিং ৩১, গ্র্যান্ডহোম ৭৬*, মিরাজ ২/২৪৬, এবাদত ১/১০৭, সৌম্য ২/৬৮)। বাংলাদেশ দ্বিতীয় ইনি: ১৭৪/৪ (৪৩ ওভারে, তামিম ৭৪, সাদমান ৩৭, মুমিনুল ৮, মিঠুন ০, সৌম্য ৩৯*, মাহমুদউল্লাহ ১৫*, বোল্ট ২/৫৩, সাউদি ১/৫৪, ওয়াগনার ১/৪৮)।

   

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন লামিচানে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নাম সন্দীপ লামিচানে। অথচ ক্যারিয়ারের সুবর্ণ সময়ে গুরুতর এক অভিযোগে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার। ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৮ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে শেষ পর্যন্ত আপিলের মাধ্যমে সে অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন এই নেপালি ক্রিকেটার।

২০২২ সালে ১৮ বছরের এক তরুণী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। সে অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের কারাবাসের শাস্তি দেন দেশটির আদালত। লামিচানে নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেছিলেন।

সে আপিলের রায়েই আজ (বুধবার) লামিচানেকে খালাস দেয়া হয়েছে। নেপালের পাতান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ লামিচানে খালাস পেয়েছেন।’

ধর্ষণ মামলায় শাস্তি হওয়ার পর তাকে বহিষ্কার করেছিল নেপালের ক্রিকেট বোর্ড। তবে এখন খালাস পাওয়ার পর আবার তার ক্রিকেটে ফেরার পথ সুগম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

;

বিশ্বকাপের আগে চোটে দক্ষিণ আফ্রিকার রাবাদা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। আইপিএলে খেলার সময় চোট পেয়েছেন দেশটির তারকা পেসার কাগিসো রাবাদা। চোটের কারণে আইপিএল ছেড়ে এরই মধ্যে দেশে ফিরে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্রিকেট সাউথ আফ্রিকা এক পোস্ট দিয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, রাবাদার পায়ে সফট টিস্যু সংক্রমণ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন রাবাদা। এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মেডিক্যাল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে রাবাদাকে দেখা যাবে কিনা সে প্রশ্ন উঠতেই ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়ে দিয়েছে, এই চোটের ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণ মোটেই হুমকির মুখে পড়বে না।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৩ জুন নিউইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান।

;

তাসকিনকে নিয়ে আশাবাদী শান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াইয়ের পরও তাকে ডিপিএল ও জিম্বাবুয়ে সিরিজে বিরতিহীনভাবে খেলানো হয়। বিশ্বকাপের আগে টানা খেলার ধকল সইতে না পেরে আবার চোটে পড়েন তাসকিন। এখন তার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও গত মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে তাসকিনকে রাখা হয়েছে। এমনকি চমক দিয়ে তাকে দলের সহ-অধিনায়ক করেছে নির্বাচকরা। কিন্তু এরপরও তাসকিনের বিশ্বকাপে মাঠে নামা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

তবে তাসকিনের বিষয়টি নিয়ে যথাসম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘আমরা এমন আশা করছি না যে তাসকিন থাকবে না। আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল থাকবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান তাসকিন। এরপর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে পরীক্ষার রিপোর্ট যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ইতিবাচক আভাস পাওয়ার পরই তাসকিনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।

;

সাকিবের সিংহাসনে ভাগ বসালেন হাসারাঙ্গা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের একক রাজত্ব শেষ। তার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখলে নিয়েছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। যার ফলে তিন রেটিং পয়েন্ট খোয়াতে হয়েছে তাকে। এই সুযোগে তার সমান ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন হাসারাঙ্গাও।

তালিকায় তাদের অবস্থান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর দখলে। তার রেটিং পয়েন্ট ২১৮। সম্প্রতি এই মোহাম্মদ নবীর কাছে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন সাকিব।

জিম্বাবুয়ে সিরিজ খেলে সাকিবের রেটিং কমলেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই পেসারের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি তাসকিন আহমেদ ৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। আইপিএলে ছেড়ে জিম্বাবুয়ে সিরিজে খেলে উপকার হয়েছে মোস্তাফিজুর রহমানের। ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার।

জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হন তাসকিন। ৪ ম্যাচে তুলে নেন ৮ উইকেট। ২ ম্যাচে ৩ উইকেট ঝুলিতে পোরেন মুস্তাফিজ।

;