রাসেলে রঙিন আইপিএল, ৭৭ বলে ২২ ছক্কা!



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আন্দ্রে রাসেল :  আইপিএলে ‘ব্যাটিং পেশি’ দেখাচ্ছেন

আন্দ্রে রাসেল : আইপিএলে ‘ব্যাটিং পেশি’ দেখাচ্ছেন

  • Font increase
  • Font Decrease

ব্রায়ান লারাকে প্রশ্ন করা হয়েছিলো-বিশ্বকাপে আপনার ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশে কে কে থাকছে? লারার সংক্ষিপ্ত উত্তর-‘আন্দ্রে রাসেল, তারপর বাকি যে কোন ১০ জন!’

আন্দ্রে রাসেল সাম্প্রতিক সময়ে খেলছেনই এমন প্রভাবী ক্রিকেট যে ব্রায়ান লারা পর্যন্ত মুগ্ধতায় আচ্ছন্ন!

সবার আগে জানি এবারের আইপিএলে রাসেলের কিছু পরিসংখ্যান।

ম্যাচ খেলেছেন পাঁচটি। ব্যাট করেছেন চার ইনিংসে। এই চার ম্যাচে তার ইনিংস-১৯ বলে অপরাজিত ৪৯। ১৭ বলে ৪৮ রান। ২৮ বলে ঝলমলে ৬২ রানের হাফসেঞ্চুরি। এবং ১৩ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ঝড়!

এবার যোগফল। ৭৭ বল খেলেছেন। সবমিলিয়ে রান ২০৭। স্ট্রাইকরেট ২৬৯। ছক্কা ২২টি। একডজন বাউন্ডারি। প্রতি ২.৩ বা আড়াই বলে একটা করে বাউন্ডারি হাঁকিয়েছেন! এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ছক্কা এবং সর্বোচ্চ স্ট্রাইকরেট তারই!

আন্দ্রে রাসেল কলকাতা নাইটরাইডার্সের সবচেয়ে আলোচিত ‘নাইট’! কেকেআরের মালিক বলিউড তারকা শাহরুখ খান যার আদুরে নাম দিয়েছেন-‘মাসলম্যান’!

সত্যিকার অর্থেই এবারের আইপিএলে ‘ব্যাটিং পেশি’ দেখাচ্ছেন আন্দ্রে রাসেল। যে চার ম্যাচে ব্যাটিং করেছেন তাতে তার ব্যাটিং ঝড়ে উড়ে গেছে সব বোলার। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) তার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চেন্নাইয়ের জন্য কি ‘অমঙ্গল’ অপেক্ষা করছে, কে জানে?

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কলকাতা নাইটরাইডার্স ও চেন্নাই সুপার কিংসের লড়াই। পয়েন্টের শীর্ষে উঠার এই লড়াইয়ে চেন্নাইয়ের বড় মাথাব্যথা আন্দ্রে রাসেলকে নিয়েই। দলে অনেকেই আছেন তবে রাসেলের ব্যাটিং ঝড় থামাতে সেরা দাওয়াই হিসেবে চেন্নাইয়ের লেগস্পিনার ইমরান তাহিরকেই ভাবা হচ্ছে।

পেস বোলার ও অফস্পিনারদের সহজেই উড়িয়ে গ্যালারিতে পাঠালেও পারফেক্ট লেগস্পিনের বিপক্ষে রাসেল বরাবরই একটু নড়বড়ে। রাসেলের ক্যারিয়ার পরিসংখ্যান জানাচ্ছে-২০১৫ সাল থেকে আইপিএলে লেগস্পিনারদের বিপক্ষে তার পারফরমেন্স ৭৯ বলে ১০১ রান। এই সময়ের মধ্যে তিনি লেগস্পিনের বিপক্ষে আউট হয়েছেন চারবার।
প্রতিপক্ষ হিসেবে ইমরান তাহিরকে মোটেও রাসেলের পছন্দ করার কথা নয়। মুখোমুখি লড়াইয়ে ইমরান তাহিরের হাসিটাই বেশি চওড়া। তিনবার রাসেলকে আউট করেছেন তাহির। রাসেল এই তিন ম্যাচে তার বিপক্ষে করেছেন ১৯ বলে মাত্র ১৩ রান!

আজ কি তাহলে ইমরান তাহিরের দু’হাত তুলে জগৎ জয়ের সেই পরিচিত হাসি? নাকি চিপকেও আজ উঠছে রাসেল ঝড়?

   

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;