ছক্কার রেকর্ড গড়ে সৌম্যের দুর্দান্ত সেঞ্চুরি



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিশ্বকাপের আগে দুর্দান্ত সেঞ্চুরি সৌম্য সরকারের

বিশ্বকাপের আগে দুর্দান্ত সেঞ্চুরি সৌম্য সরকারের

  • Font increase
  • Font Decrease

নিজের সেরাটা তাহলে শেষের জন্যই জমিয়ে রেখেছিলেন সৌম্য সরকার?

গড়লেন নতুন রেকর্ড। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এখন সৌম্যের। ১১ ছক্কার আগের রেকর্ড ছিলো সাইফ হাসানের। সৌম্য সেটাকে ছাড়িয়ে গেছেন। হাঁকিয়েছেন ১৫ ছক্কা! 

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রেকর্ড গড়া ছক্কা হাঁকানোর ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য খেলছিলেন ১৬৯ নিয়ে! যেভাবে খেলছিলেন সৌম্য তাতে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির স্বপ্ন পূরণের খুব কাছেই ছিলেন তিনি। 

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে সৌম্য ১২১ বলে খেলছিলেন ১৬৯ রান নিয়ে। যাতে বাউন্ডারি কম, ছক্কা বেশি! ১১ টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা!

অথচ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজের প্রথম ১১ ম্যাচে কোন হাফসেঞ্চুরি পর্যন্ত ছিলো না তার। তার ব্যাটিং ফর্ম নিয়ে সবাই ভীষণ টেনশনে ছিলেন অনেকে; সমর্থক, প্রিয়জন, সতীর্থ নির্বাচক সবাই! সেই সৌম্যই টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত। দুটোতেই সেঞ্চুরি। একেবারে যাকে বলে দাপুটে সেঞ্চুরি।

রূপগঞ্জের বিপক্ষে আগের ম্যাচে ৭৯ বলে ১০৬ রান। আর মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্যাট হাতে সৌম্য যা করলেন তাতেই রচিত হলো প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন ইতিহাস। ৭৮ বলে সেঞ্চুরি পুরো করলেন। ৮ বাউন্ডারি ও ৮ ছক্কায় তার এই সেঞ্চুরি পুরো হয়। তবে সেঞ্চুরির পর সৌম্যর ব্যাট যেন হয়ে উঠলো ক্ষুরধার তলোয়ার। যাতে প্রায় কচুঁকাটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পুরো বোলিং লাইনআপ। ছক্কা-চারের ঝড় তোলেন। প্রিমিয়ার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটা ছিলো ১১ ছক্কার। রোববার (২১ এপ্রিল) সেই রেকর্ড গড়েছিলেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। মাত্র একদিনের বেশি স্থায়ী থাকলো না সাইফের সেই রেকর্ড। সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডটা নিজের নামের পাশে করে নিলেন সৌম্য।

আর ম্যাচে আবাহনী ছিলো সহজ জয়ের পথে। ৩৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৪৫ রান তুলে। সঙ্গী ওপেনার জহুরুল ইসলাম খেলছিলেন ৭৪ রান নিয়ে। ম্যাচ জিততে হলে আবাহনীর টার্গেট ছিলো ৩১৮ রান।

এই ম্যাচ জিতলেই আবাহনী তাদের প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়নশিপটা অক্ষুণ্ন রাখতে পারবে।

   

বার্নাব্যুতে রিয়ালের হোঁচট, অশ্রুসিক্ত বিদায় ক্রুসের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা আরেক নিশ্চিত ছাড়াও আরও একটি কারণে এই ম্যাচে স্কোরলাইন নিয়ে যেন কোনো মাথাব্যাথা ছিল না লস ব্লাঙ্কোসদের। কেননা ম্যাচটা যে ছিল কেবলই টনি ক্রুসের। গত মঙ্গলবারই এই জার্মান তারকা মিডফিল্ডার ঘোষণা দিয়েছিলেন চলতি মৌসুম শেষে রিয়াল ছাড়বেন তিনি এবং ইউরো শেষে ছাড়বেন ফুটবলটাও। 

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা ধরলে আরও একটি ম্যাচ বাকি আছে রিয়ালের। তবে বার্নাব্যুতে ছিল এটিই শেষ ম্যাচ এবং নিজেদের অন্যতম কিংবদন্তি ক্রুসকে বিদায় জানাতে সবরকম আয়োজনই করে রেখেছিল রিয়াল। 

ক্রুস ম্যাচের আগে মাঠে প্রবেশের সময়ে সতীর্থরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিয়েছেন ‘গার্ড অব অনার’ এবং সবার গায়ে ছিল ক্রুসের ৮ নম্বর জার্সি।  ‘গার্ড অব অনার’ এর সেই ইভেন্টে ছিলেন বিপক্ষ দলের ফুটবলাররাও। পরে পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল কেবলে একটি ধ্বনি, ‘ক্রুস, ক্রুস…’। একাধিক ব্যানারে লিখা ছিল, ‘তোমাকে ধন্যবাদ, কিংবদন্তি।’ 

পুরো দশ বছরের ক্যারিয়ারে রিয়ালের মিডফিল্ড যেভাবে আগলে রেখেছেন ক্রুস। তার এমন বিদায় যেন পুরোপুরি প্রাপ্য। ম্যাচ শেষে তাই লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তিও এটিই বললেন, ‘বার্নাব্যুতে তার এমন বিদায় প্রাপ্য ছিল।’ 

১০ বছরে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন ক্রুস। জিতেছেন ২২টি শিরোপা। এতে কিংবদন্তি বনে যাওয়া এই জার্মান মিডফিল্ডারকে যখন ম্যাচের শেষ দিকে ৮৫তম মিনিটে যখন তুলে নেয় তখনও পুরো স্টেডিয়াম যেন মেতে উঠে তার জয়ধ্বনিতে। তবে এর ঠিক পরের দৃশ্য যেন কাঁদিয়েছে প্রত্যেক রিয়াল ভক্তকে। মাঠ ছেড়ে ক্রুস যান তার সন্তানদের কাছে। সেখানে অশ্রুসিক্ত মেয়েকে জড়িয়ে ধরে ক্রুসের কান্না যেন কাঁদিয়েছে পুরো বার্নাব্যুকেও। 

সেই মুহূর্ত মনে করে ম্যাচ শেষে ক্রুস বলেন, ‘আমি নিজেকে অনেক শক্ত মানুষ বলেই মনে করি। তবে সন্তানদের চোখের পানি  আমার ভেতরটা ভেঙেচুরে ফেলেছে।’

বিদায়বেলার রিয়ালের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ক্রুস, ‘এই ক্লাব, আমার সব সতীর্থ, সমর্থকরা ও এই স্টেডিয়ামকে কেবল কৃতজ্ঞতাই জানাতে পারি। এই ১০ বছর এটিকে নিজের বাড়ি বলেই মনে হয়েছে। এর থেকে বেশি কিছু আমারা চাওয়ারও ছিল না।’ 

ক্রুসের বিদায়ী মৌসুমটা থাকলো সাফল্যে মুড়িয়ে। স্প্যানিশ সুপার কাপের পর ও লিগ শিরোপার পর রিয়ালের নজর এবার ট্রেবলে। সেটি নিশ্চিত করতে আগামী ১ জুন বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নামবে মদ্রিচ-ক্রুসরা। যেটি জিতলে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার তকমা নিয়ে ক্লাবের সঙ্গে ১০ বছরের যাত্রা শেষ করবেন ক্রুস।  

;

আইপিএল ফাইনাল: কলকাতার ‘তিন’ নাকি হায়দরাবাদের ‘দুই’ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুই মাসেরও বেশি সময় ধরে চলা আইপিএলের ১৭তম আসর বিদায়ের একদম দুয়ারে। ম্যাচ বাকি স্রেফ একটি। অর্থাৎ, শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে আজ রাতে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। 

এর আগে তিন আসরে ফাইনাল খেলেছিল কলকাতা। এর মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে তারা জিতেছিল শিরোপা। তবে নিজেদের সবশেষ ২০২১ আসরের ফাইনালে তারা হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। এতেই পুরো এক দশক পর আরও একটি শিরোপা নিজেদের করতে সেই চেন্নাইয়ের মাঠেই নামবে শ্রেয়াস-নারাইনরা। 

এদিক আরেক ফাইনালিস্ট হায়দরাবাদ এর আগে ফাইনাল খেলেছে ২০১৬ ও ২০১৮ আসরে। এর মধ্যে নিজেদের ফ্রাঞ্চাইজি ইতিহাসের প্রথম আসর ২০১৬-তেই রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। তবে ২০১৮ আসরে তারাও হেরেছিল চেন্নাইয়ের বিপক্ষে। 

এতে কিছুটা মজার হলেও সমীকরণ অনেকটা এমন, এই আসরের দুই ফাইনালিস্ট কলকাতা ও হায়দরাবাদের তাদের সবশেষ আইপিএল ফাইনাল হেরেছে চেন্নাইয়ের কাছে এবং এবার ২০২৪-এ তারা ফাইনালে লড়বে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে। 

;

বড় জয়ে আত্মবিশ্বাস বাড়বে, বিশ্বাস শান্তর



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিরিজটা হাত ফসকে বেরিয়ে গিয়েছিল আগের ম্যাচে। শেষ ম্যাচে বাংলাদেশের সামনে শঙ্কা ছিল বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৯তম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার।

তবে সে শঙ্কাটা বাংলাদেশ উড়িয়ে দিয়েছে ১০ উইকেটের দাপুটে জয়ে। এই জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এর আত্মবিশ্বাস দলকে ভবিষ্যতে সাহায্য করবে। 

শুরুতে বোলিং করে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ভর করে যুক্তরাষ্ট্রকে বেধে রাখে ১০৪ রানে। এরপর তানজিদ তামিম ও সৌম্য সরকারের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ৫০ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় দল। 

এমন জয়ের পর প্রতিক্রিয়ায় শান্ত বলেন, ‘আমি মনে করি ছেলেরা আজ তাদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। যে পরিকল্পনাটা করেছিলাম এই ম্যাচকে সামনে রেখে, সবাই তা বাস্তবায়ন করতে পেরেছে।’

সিরিজ হারাটা হতাশারই। তবে শেষ ম্যাচের এমন জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘আমাদের জন্য বিষয়টা হতাশার। সত্যি বলতে আমরা মোটেও ভালো খেলিনি। তবে আমরা সিরিজটা ভালোভাবেই শেষ করেছি। আর আমার মনে হয় বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।‘

‘এখন আমরা কন্ডিশন ও আরও অনেক কিছু জানি। তো সব কিছু মিলিয়ে আমরা এখন অভিজ্ঞ। যদি বিশ্বকাপে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি, তাহলে বিষয়টা দলকে সাহায্য করবে।’

;

টিভিতে আজ যেসব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
আইপিএল : ফাইনাল
কলকাতা-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
লা লিগা
সেল্তা ভিগো-ভ্যালেন্সিয়া
রাত ৮-১৫ মি., র‍্যাবিটহোল
সেভিয়া-বার্সেলোনা
রাত ১টা, র‍্যাবিটহোল

সিরি আ
নাপোলি-লেচ্চে
রাত ১০টা, র‍্যাবিটহোল
ভেরোনা-ইন্টার মিলান
রাত ১২-৪৫ মি., র‍্যাবিটহোল

টেনিস
ফ্রেঞ্চ ওপেন
১ম রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫

;