অস্ট্রেলিয়াকে হারালে বাংলাদেশের জার্সি পরবেন শন টেইট!



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ক্রিকইনফোর ‘ফেসঅফ’ অনুষ্ঠানের উপস্থাপকের সঙ্গে হাত মেলাচ্ছেন শট টেইট, মাঝে অজিত আগারকার

ক্রিকইনফোর ‘ফেসঅফ’ অনুষ্ঠানের উপস্থাপকের সঙ্গে হাত মেলাচ্ছেন শট টেইট, মাঝে অজিত আগারকার

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপ শুরুর সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। এবার সেই উত্তেজনায় নতুন আমেজ ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইট। ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের এই ক্রিকেটার সম্প্রতি বাংলাদেশের এক ক্রিকেট প্রেমির ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

রাসিক তাজওয়ার নামের এক বাংলাদেশি ক্রিকেট দর্শক ক্রিকেট বিষয়ক লাইভ টিভি অনুষ্ঠানে শন টেইটকে একটা চ্যালেঞ্জ দেন। রাসিক বলেন-‘একটা বাজি ধরলে কেমন হয় টেইট? বিশ্বকাপে যদি বাংলাদেশ তাদের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে তোমাকে বাংলাদেশের জার্সি গায়ে দিতে হবে। শুধু তাই নয়, সেই জার্সি গায়ে তোমাকে ছবিটা ইনস্টাগ্রামে পোস্টও করতে হবে। তুমি রাজি?’

রাসিকের পুরো কথাটা শেষ হওয়ার আগেই শট টেইট হৈ হৈ করে উঠেন। বলে উঠেন-ঠিক আছে। তাই সই।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বিশ্বকাপ নিয়ে ‘ফেসঅফ’ নামের একটি অনুষ্ঠানে শট টেইটকে এই চ্যালেঞ্জ জানান বাংলাদেশ ক্রিকেট সমর্থক রাসিক তাজওয়ার। অনুষ্ঠানের উপস্থাপক রাসিক তাজওয়ারের এই প্রশ্ন পড়ার পর শট টেইট চ্যালেঞ্জটা গ্রহণ করেন। চ্যালেঞ্জটা যে গ্রহণ হয়েছে তার প্রতীকি প্রমাণ হিসেবে অনুষ্ঠান উপস্থাপক সঙ্গে সঙ্গে শন টেইটের সঙ্গে হ্যান্ডশেকও করেন।

এই সময় অনুষ্ঠানে আরেক অতিথি ভারতের সাবেক পেসার অজিত আগারকারও উপস্থিত ছিলেন। শন টেইট চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন দেখে পাশে বসা অজিত আগারকার মিটি মিটি হাসছিলেনও। বাংলাদেশ শব্দটা উচ্চারন হওয়ার সঙ্গে সঙ্গে সম্ভবত সেসময় ২০০৭ সালের বিশ্বকাপের একটা ম্যাচের কথা আগারকারের মনে পড়ে গিয়েছিলো!

পোর্ট অব স্পেনে ২০০৭ সালের ১৭ মার্চ বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৫ উইকেটে হারে। মুলত সেই ম্যাচে হারেই সেবারের বিশ্বকাপ থেকে ভারতের প্রথম পর্ব থেকে বিদায়ের পর্ব শুরু! এক যুগ আগে বিশ্বকাপের মাঠে বাংলাদেশের কাছে হারা সেই ম্যাচে ভারত একাদশে যে অজিত আগারকারও ছিলেন!

বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ যে কোন হেভিওয়েটকে হারানোর দক্ষতা যে রাখে সেটা ভালোই জানা থাকা আগারকারের।

শন টেইটও নিশ্চয়ই জানেন ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হওয়ার আগেই বাংলাদেশ বেশ দাপুটে ভঙ্গিতে একসময় অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কার্ডিফে তিনজাতি ক্রিকেটের ২০০৫ সালের ১৮ জুনের ম্যাচের স্কোরকার্ডে একবার চোখ বুলিয়ে নিলেই পারেন শন টেইট।

মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিলো ৫ উইকেটে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। বোলাররা ছিলেন জ্যাসেন গিলেস্পি, মাইকেল ক্যাসপ্রোভিচ, গ্লেন ম্যাকগ্রা, ব্রাড হগ। যে ম্যাচে ক্রিকেট বিশ্ব শুনেছিলো বাঘের গর্জন!

-তাহলে ২০ জুনের আগেভাগে বাংলাদেশের একটা জার্সির জন্য অর্ডার দিতেই পারেন শন টেইট! ট্রেন্টব্রিজে সেদিনই বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

   

জার্মানির প্রাথমিক স্কোয়াডে একাধিক চমক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড তারকা ম্যাটস হুমেলস। রক্ষণ এবং আক্রমণে তার অতিমানবীয় পারফরম্যান্সে চড়েই ফাইনালের টিকিট কেটেছে ডর্টমুন্ড। অথচ এমন পারফরম্যান্সর পরও জার্মানির ইউরোর প্রাথমিক দলে জায়গা হল না তার।

অবশ্য শুধু হুমেলসই নন, স্কোয়াডে জায়গা হয়নি ডর্টমুন্ডের মধ্যমাঠের তারকা ফুটবলার ইউলিয়ান ব্র্যান্ডটেরও। কোচ ইউলিয়ান নাগেলসমান ভরসা রেখেছেন গেল মার্চে নেদারল্যান্ডস আর ফ্রান্সকে হারানো দলটার ওপরই।

২৭ জনের প্রাথমিক বায়ার্ন মিউনিখের লিওন গোরেটজকা এবং সার্জ গেনাব্রিকেও বিবেচনা করেননি সাবেক বায়ার্ন কোচ নাগেলসমান।

২০১৪ বিশ্বকাপের পর থেকে বিশ্ব বা মহাদেশীয় আসরগুলোতে আলো ছড়াতে পারেনি। ১০ বছরের শিরোপা খরা ঘোচাতে ঘরের মাঠে অনুষ্ঠেয় এবারের ইউরোকে পাখির চোখ করেছে জার্মানি।

আগামী ১৪ জুন শুরু হবে জার্মানদের ইউরো মিশন৷ মিউনিখে সেদিন তাদের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড।

জার্মানির ইউরো ২০২৪ স্কোয়াড

গোলরক্ষক: অলিভার বাউমান, আলেক্স নুবেল, ম্যানুয়েল নয়্যার, মার্ক আন্দ্রে টের স্টেগেন

ডিফেন্ডার: ওয়াল্ডেমার আন্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কখ, ম্যাক্সিমিলান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্টনিও রুডিগার, নিকো শ্লটারব্যাক, জনাথন টাহ

মিডফিল্ডার: রবার্ট আন্ড্রিখ, ক্রিস ফুয়েরিখ, পাসকাল গ্রস, ইলকায় গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলান বেইয়ার, নিকলাস ফুলক্রুগ, কাই হ্যাভার্টজ, থমাস মুলার, ডেনিজ উন্দাভ

;

পাকিস্তান না এলেও আসছে উগান্ডা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এবারের আসরে বেশ কয়েকটি শক্তিশালী দলকে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। সে তালিকায় দক্ষিণ এশিয়ার কাবাডি জায়ান্ট পাকিস্তানের নামও ছিল। তবে ভিসা জটিলতায় পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ।

পাকিস্তান না এলেও চমক হয়ে এসেছে উগান্ডার নাম। সম্প্রতি ক্রিকেট দুনিয়ায় নিজেদের জানান দিয়েছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো খেলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সোহাগ জানালেন, ক্রিকেটের মতো কাবাডিতেও প্রতিভার স্বাক্ষর রাখছে উগান্ডা। তাই প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৬ মে-৪ জুন ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আরও লড়বে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড সবশেষ দুই কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। প্রথমবারের মতো এই তিন জায়ান্টকে দেখা যাবে বাংলাদেশের এই টুর্নামেন্টে।

উল্লেখ্য, এখন পর্যন্ত অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তিন আসরেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

;

কন্তেকে ফিরিয়ে ফ্রান্সের ইউরো দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মধ্য মাঠের অন্যতম সদস্য ছিলেন এনগোলো কন্তে। তবে চোটের কারণে খেলতে পারেননি ২০২২ কাতার বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে কন্তের সবশেষ ম্যাচটি ছিল ২০২২ সালের জুনে। এর পর থেকেই জাতীয় দলের জার্সিতে আর দেখা মেলেনি কন্তের। গত গ্রীষ্মে চেলসি ছেড়ে এখন সৌদি ক্লাব আল ইত্তিহাদের হয়ে খেলছেন তিনি। দুই বছর পর এবার সরাসরি ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়েই জাতীয় দলে ফিরছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। 

আগামী ১৫ জুন জার্মানিতে শুরু হতে যাচ্ছে ইউরোর এবারের আসর। তার প্রায় মাসখানেক আগে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলে সবচেয়ে বড় চমক কন্তেই। দেশমের মতে, কন্তের অভিজ্ঞতা ফ্রান্সকে বেশ এগিয়ে রাখবে। এদিকে ইউরোর এবারের আসরে প্রত্যেক দল সর্বোচ্চ ২৬ সদস্যের দল সাজাতে পারবে। এতে দলে আরও একজনকে ভেড়ানোর সুযোগ থাকছে ১৯৮৪ ও ২০০০ আসরের চ্যাম্পিয়নদের। 

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও কন্তেকে নিয়ে বেশ আশাবাদী দেশম। ফ্রেঞ্চ টিভি চ্যানেল টিএফ১ কে দেওয়া এক সাক্ষাৎকারে কন্তেকে নিয়ে তিনি বলেন, ‘যদিও ইউরোপীয় লিগে নয়, সৌদি আরবে, তবু সে পুরো একটা মৌসুম খেলে এসেছে। সে পুরোপুরি ফিট। আর তার যা অভিজ্ঞতা, তাতে আমি নিশ্চিত ফ্রান্স দল তাকে নিয়ে বেশ শক্তিশালীই হয়ে উঠবে।’

সবশেষ বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ফ্রান্স বরাবরই হট ফেভারেট। ২০১৬ ইউরো রানার্স-আপ, ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে ফ্রান্স। তবে ইউরোর আগের আসরে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। এবার সেই ব্যর্থতা ছাপিয়ে আরও একটি শিরোপার লড়াইয়েই নামবে দিদিয়ের দেশমের দল। 

এদিকে ফ্রান্সের এই দলে জায়গা মিলেছে ১৭ বছর বয়সী ওয়ারেন জাইরে-এমেরির। যিনি কিনা এখনো পার করেননি স্কুলের গণ্ডিই। এবং সামনে তার স্কুলের বার্ষিক পরীক্ষা। এতে স্কুলের অনুমতি নিয়েই ইউরো খেলতে যাবেন পিএসজির এই তরুণ ফরোয়ার্ড।

ইউরোর আসন্ন এই আসরে শক্তিশালী গ্রুপ ডি তে আছে ফান্স। গ্রুপটির বাকি তিন দল নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া।  আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লস ব্লুজদের ইউরো যাত্রা। 

২০২৪ ইউরোর ফ্রান্স স্কোয়াড: 

গোলরক্ষক: আলফন্সে আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা.

ডিফেন্ডার: জোনাথন ক্লস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও এর্নান্দেজ, ফেরলান্দ মেন্দি, বেঞ্জামিন পাভার্দ, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এনগোলো কন্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিও, আঁতোয়ান গ্রিজমান, অরেলিয়াঁ চুয়ামেনি, ওয়ারেন জাইরে এমেরি, ইউসুফা ফোফানা

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, অলিভিয়ের জিরু

;

কোচ জাভির শততম ম্যাচে বার্সার জয় 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিগ শিরোপাটা আগেই হাতছাড়া হয়েছে বার্সেলোনার। চার ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা পুনরুদ্ধারের কাজটা সেরেছে রিয়াল মাদ্রিদ। এতেই মৌসুমের বাকি অংশে বার্সেলোনার নজর কেবল শীর্ষে দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখা। লিগ মৌসুমে আর কিছু পাওয়ার না থাকলেও গত রাতের ম্যাচটি কাতালানদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচটি ছিল কোচ জাভি হার্নান্দেজের বার্সেলোনায় শততম লিগ ম্যাচ। 

ফের্মিন লোপেজের জোড়া গোলে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। এতে পয়েন্ট তালিকার দুইয়ে নিজেদের জায়গা আরও মজবুত করলো জাভি হার্নান্দেজের দলটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বার্সা। এক্তোর ফর্তের ক্রসে দারুণ এক হেডের জালের ঠিকানা খুঁজে নেন লোপেজ। এর ১৪ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে লামিনের ইয়ামালের দারুণ এক শট ফিরে আসে পোস্টে লেগে। এতে ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা। 

এদিকে ঘরের মাঠে আলমেরিয়াও সুযোগ পেয়েছিল একাধিক। তবে কোনোটিই কাজে লাগে পারেনি স্বাগতিকরা। উল্টো ৬৭তম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। সার্জিও রবের্তোর পাস ধরে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করেন লোপেজ। এ নিয়ে চলতি এবং নিজের অভিষেক মৌসুমে ১০টি গোল করলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। 

এই জয়ে ৩৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৯। সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭৫। 

;