প্রথম ওভারেই লেগস্পিনে উইকেট, দু প্লেসিসের মাস্টারস্ট্রোক!



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
২০১৯ বিশ্বকাপের প্রথম উইকেট ইমরান তাহিরের -ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপের প্রথম উইকেট ইমরান তাহিরের -ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

একেই বলে মাস্টারস্ট্রোক!

কে কবে কখন ভেবেছিলো বিশ্বকাপের প্রথম বলটা করবেন একজন লেগস্পিনার। সীমিত ওভারের ক্রিকেটে লেগস্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরুর মতো সাহসী চিন্তা সবাই করতে পারেন না।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস সেই চিন্তা করলেন। পরিকল্পনাটা কাজে লাগালেন এবং দারুণ সফল হলেন। লেগস্পিনার ইমরান তাহির এবারের বিশ্বকাপের প্রথম ওভার করলেন। সেই ওভারের দ্বিতীয় বলেই সাফল্য! দারুণ ফর্মে থাকা ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে ফেরালেন ইমরান তাহির শূন্য রানে। অফস্ট্যাম্পের ওপর রাখা বলটা বাঁক নেয়ার সময় পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন বেয়ারস্টো। বল তার ব্যাটের বাইরের কানায় স্পর্শ করে উইকেট কিপার কুইন্টন ডি ককের গ্লাভসে জমা হয়। আর সঙ্গে সঙ্গে দুপাশে হাত ছড়িয়ে ডানা মেলে ইমরান তাহির আকাশে উড়ার ভঙ্গিতে মাঠ জুড়ে দৌড়াতে শুরু করেন!

১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। সেটা ছিলো এবারের বিশ্বকাপের দ্বিতীয় বল। ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে বোলিং বেছে নেয়।

ইনজুরির কারণে এই ম্যাচ খেলছেন না দক্ষিণ আফ্রিকার স্ট্রাইক বোলার ডেল স্টেইন। বাধ্য হয়ে বোলিং আক্রমণে বড় বদল নিয়ে এই ম্যাচে নামতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক ফাফ দু’প্লেসিসের ভাষায় যা ছিলো প্ল্যান ‘বি’।

ইমরান তাহিরকে দিয়ে ইনিংস ওপেন করানোটা ছিলো তাকে সেই প্ল্যান ‘বি’? লেগস্পিনার ইমরান তাহির টি-টুয়েন্টিতে বল হাতে ইনিংস ওপেন করেছেন। কিন্তু একদিনের ম্যাচে এই প্রথম তিনি বল হাতে ইনিংস ওপেন করলেন। আর বিশ্বকাপের ইতিহাস বিবেচনা করলে এর আগে কখনো কোনো লেগস্পিনার বল হাতে ইনিংসের সুচনা করেছিলেন কিনা- সেই রেকর্ড নেই।

ইমরান তাহির তাহলে এবারের বিশ্বকাপের নতুন এক আক্রমণের ক্ষেত্র তৈরি করলেন। ১৯৯২ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক মার্টিন ক্রো অজানা অফস্পিনার দীপক প্যাটেলকে দিয়ে ইনিংসের বোলিং আক্রমনের শুরু করে নতুন একটা দিগন্তের সূচনা করেছিলেন।

২৮ বছর পর দক্ষিণ আফ্রিকার ফাফ দু’প্লেসিস অধিনায়কদের মাস্টারস্ট্রোকের সেই তালিকায় নিজেকে চেনালেন।

তবে ম্যাচের দ্বিতীয় বলে উইকেট হারানো শক্তিশালী ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপও নিজেদের ঠিকই চেনালো। শুরুর সঙ্কট কাটিয়ে ৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪৯ রানে ১ উইকেট। রান ঠিকই বাড়লো কিন্তু উইকেটের ক্ষতি আর বাড়েনি!

   

জোড়া গোলের রাতে রোনালদোর রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বয়সটা প্রায় চল্লিশের ঘরে পৌঁছে গেলেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামছেনই না। প্রতিনিয়তই মাঠে নামছেন আর গোল করছেন। তার পারফর্ম দিয়ে বর্তমান প্রজন্মের যেকোনো তরুণ ফুটবলারকেও তিনি টপকে যেতে পারবেন।

সৌদি লিগে এবার তিনি ভাঙলেন আরও এক রেকর্ড। আল ইত্তিহাদের বিপক্ষে সোমবার রাতে তিনি করেছেন জোড়া গোল, আলো নাসর জিতেছে ৪-২ ব্যবধানে। তাতেই তিনি বনে গেছেন সৌদি লিগ ইতিহাসের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার।

এদিন মৌসুমের ৩৫তম গোলের দেখা পেয়ে যান তিনি। প্রথম গোলটা তিনি করেন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। এরপর ৬৯ মিনিটে দারুণ এক হেড দিয়ে করেন দ্বিতীয় গোলটা। আর তাতেই গড়া হয়ে যায় অনন্য এই রেকর্ড।

এর আগে সৌদি লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের সংখ্যাটা ছিল ৩৪, রেকর্ডটা ছিল মরক্কান ফুটবলার আব্দেররাজাক হামদাল্লাহর দখলে। এখন তাকে দুইয়ে ঠেলে এ রেকর্ডের মালিক বনে গেছেন রোনালদো।

রেকর্ড গড়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় রোনালদো পোস্ট করে বলেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।'

রেকর্ড তার পেছনে ছুটলেও আল নাসরের হয়ে বড় কোনো শিরোপার দেখা পাননি তিনি। চলতি মৌসুমেও শিরোপা হাতছাড়া হয়ে গেছে তার দলের। মৌসুম শেষে তার নতুন চ্যালেঞ্জ উয়েফা ইউরো। ২০১৬ সালে পর্তুগালের ইউরোজয়ী দলের অধিনায়ক রোনালদো এবারও খেলবেন একই মঞ্চে। এটি হবে তার ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট।

;

বিশ্বের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই: আফ্রিদি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে যেন প্রতি প্রজন্মেই একাধিক কিংবদন্তি পেসারের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনূস। আর বর্তমানে খেলা মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদিরা তো আছেনই। নিঃসন্দেহে পাকিস্তানের বোলিং লাইনআপে বর্তমান প্রজন্মের অন্যতম ভাল ফাস্ট বোলাররা আছেন।

তবে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ নাকি পাকিস্তানেরই। আইসিসি থেকে প্রকাশিত এক ভিডিওতে এমনটাই বলেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মূল স্কোয়াডে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও সম্প্রতি অবসর ভেঙে ফেরত আসা মোহাম্মদ আমির। এছাড়াও দলে আছেন প্রতিভাবান তরুণ পেসার আব্বাস আফ্রিদি। এরা সকলেই সময়ের অন্যতম ভাল পেসারদের তালিকা করল উপরেই দিকে থাকবেন।

দলের পেসারদের নিয়ে অনেক আকাঙ্ক্ষা আছে শহিদ আফ্রিদির। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বিশ্বে যত ক্রিকেট দল আছে, তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমনকি বেঞ্চে থাকা বোলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী, সঙ্গে তার আছে ভাল স্লোয়ার বল করার দক্ষতা।‘

নিজ দেশের বর্তমান বোলারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক অধিনায়ক আফ্রিদি। বিশ্বকাপে ভাল কিছুই করে দেখাবে তাদের পেসাররা এমনটাই আশা করেন তিনি।

;

গাভিকে বাদ দিয়ে স্পেনের ইউরো দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ১৪ জুন পর্দা উঠছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর উয়েফা ইউরোর। জার্মানির মাঠে হতে যাওয়া এই আসরে এবার অংশগ্রহণ করবে মোট ২৪টি দল। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। পরবর্তীতে যা নামিয়ে আনা হবে ২৬ জনে। চোটের কারণে দলে জায়গা হয়নি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড গাভির।

২০২৪ ইউরোর বি গ্রুপে আছে স্পেন, যেখানে গ্রুপপর্বে তাদের খেলতে হবে ক্রোয়েশিয়া, আলবেনিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। স্পেনের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এছাড়াও বার্সার খেলোয়াড়দের মধ্যে থেকে জায়গা হয়েছে ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও ফারমিন লোপেজের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

চোটের কারণে বাদ পড়া উল্লেখযোগ্য নাম গাভির। কাতার বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন এই তরুণ। তবে দুর্ভাগ্যক্রমে চোটের কারণে এবারের ইউরো খেলা হচ্ছে না তার।

স্পেন স্কোয়াডঃ

গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি গনজালেস, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রেঞ্চ ওপেন

১ম রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫

কাবাডি

বঙ্গবন্ধু কাপ
বিকেল ৪টা, টি স্পোর্টস

৩য় টি-টোয়েন্টি

ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫

;