অস্ট্রেলিয়া ম্যাচেও ‘সাকিব ফ্যাক্টর’!



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে
প্রতিপক্ষের জন্য আতঙ্কের এক নাম সাকিব আল হাসান

প্রতিপক্ষের জন্য আতঙ্কের এক নাম সাকিব আল হাসান

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের জন্য বাড়তি মনোযোগ দিতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের ম্যাচটা দেখেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, সেই ম্যাচের রিপ্লেও বারকয়েক দেখেছে তারা। দেখেছে এবং সেই সঙ্গে খাতায় নোট টুকেছে-‘বাংলাদেশ বিপদজনক দল!’

আর তাই ২০ জুন, বৃহস্পতিবারের ম্যাচে শুধু এক সাকিব আল হাসানকে নিয়েই নয়, পুরো বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ একাদশের সব ক্রিকেটারদের নিয়ে ম্যাচপূর্ব বিশ্লেষণ করা হয়েছে। অস্ট্রেলিয়ান উইকেটকিপার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি জানালেন সেই তথ্য। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে এই চুলচেরা বিশ্লেষণ নতুন কিছু নয় তাও জানিয়ে দিলেন তিনি-‘এমন নয় যে আমরা বাংলাদেশের খেলা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর খুব বেশি নতুন কিছু করছি। আগের পরিকল্পনার মধ্যেই রয়েছি। বাদ বাকি দলগুলোর বিপক্ষে সাধারণত আমরা যা করে থাকি, এই ম্যাচের আগেও সেই পথেই থাকছি।’

এই যে নতুন করে পুরনো তথ্য জানান দেয়া- সেটাই প্রমাণ করছে এই বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার বাড়তি মনোযোগ থাকছেই!

 অ্যালেক্স ক্যারি মেনে নিলেন-‘বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে।’

প্রশ্ন উঠলো-‘অস্ট্রেলিয়াকে বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে ভীত কিনা?’ কাঁধ ঝাঁকিয়ে একটু অবাক হলেন ক্যারি-‘ভয়? কাকে?’

তবে সার্বিক বিশ্লেষনে নিজেই আবার জানালেন-‘না, আমরা কারো স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত নই। আমরা আমাদের প্রস্তুতি পুরো করছি। জাানি সাকিবের স্পিন বড় হুমকি। দলের হয়ে চমৎকার খেলছে সে এখন। মেহেদি এবং দলের বাকি স্পিনারদের নিয়েও আমাদের হোমওয়ার্ক আছে। শুধু স্পিন নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বিপক্ষে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এই কন্ডিশনে আমরা যে কোনো বোলিং আক্রমণের জন্য তৈরি।’

অ্যালেক্স ক্যারির সংবাদ সম্মেলনের অনেকাংশ জুড়েই থাকলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপের সর্বাধিক রানের মালিক সাকিব এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষন। ক্যারি সেটা মেনেও নিলেন-‘সাদা বলের ক্রিকেটে সম্ভবত সাকিব তার ক্যারিয়ারের সেরা ফর্ম কাটাচ্ছে। আমরা জানি কোথায় কোন লেন্থে তাকে বল করতে হবে।’

সাকিবকে এই ম্যাচের ‘ফ্যাক্টর’ হিসেবে মানলেও তার জন্য বাড়তি পরিকল্পনার কথা কিন্তু অস্বীকার করলেন ক্যারি-‘অন্য দশটা ম্যাচের মতো এই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। তবে হ্যাঁ, সাকিবকে একটু আগেভাগে আউট হতে দেখতে চাই আমরা।’

   

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বিস্তারিত আসছে…

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;