চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করবেন মোশাররফ রুবেল



স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
মোশাররফ রুবেল, ছবি: সংগৃহীত

মোশাররফ রুবেল, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন মোশাররফ রুবেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন এখন চরম অর্থাভাবে দিন কাটছে তার। উপায়ান্তর না দেখে এখন নিজের শেষ সম্বল ফ্ল্যাটটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক এ স্পিনার।

রুবেলের চিকিৎসার এজন্য ইতোমধ্যে ১ কোটি টাকা খরচ হয়ে গেছে। টিউমার অপসারণ শেষে এখন চলছে কেমোথেরাপি। ৩০ রাউন্ড রেডিও থেরাপির সঙ্গে ৫০ রাউন্ড কেমোথেরাপি নিতে হবে তাকে।

এখন ছয় রাউন্ডের কেমোথেরাপির জন্য রুবেলের এখন প্রয়োজন ৫০ লাখ টাকা। এমনটা জানিয়ে আজ সোমবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এ ক্রিকেটার। জরুরী প্রয়োজনে এখন নিজের ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চান।

ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, 'কেমোথেরাপির সঙ্গে এখন লড়ে যাচ্ছি। চিকিৎসার জন্য ইতোমধ্যে ১ কোটি টাকা খরচ হয়ে গেছে। বাকি ৬ সার্কেল কেমোথেরাপির জন্য এখন দরকার আরও ৫০ লাখ টাকা। সেজন্য জরুরি ভিত্তিতে আমার ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাই (১৫৫০ স্কয়ার ফুট)। আগ্রহীরা আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। এবং অবশ্যই আপনাদের দোয়াও চাই। কারণ, আপনাদের দোয়ার জন্যই আমি এখনো বেঁচে আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ধন্যবাদ।'

গত মার্চের শেষের দিকে অস্ত্রোপচারের মাধ্যমে মোশাররফ রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। শুরুতে বলা হয়েছিল, এতে ক্যান্সারের জীবাণু নেই। কিন্তু পরে জীবাণু ধরা পড়ে। রেডিওথেরাপি এবং কেমোথেরাপি নিতে তিন সপ্তাহ অন্তর তাকে সিঙ্গাপুর যেতে হবে।

বিসিবি থেকে কিছু সহায়তার আশ্বাস মিলেছে ঠিকই কিন্তু তা যথেষ্ট নয়। তাই শেষ আশ্রয় স্থলটুকু বিক্রি করতে হচ্ছে রুবেলকে।
 

   

যে কারণে বিশ্বকাপের বিমানে চড়া হচ্ছে না লামিচানের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণ মামলায় ৮ বছরের সাজা হয়েছিল নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানের। তবে গত বুধবার (১৫ মে) নেপালের সে অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়। খালাস পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে চড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে সম্মত হয়নি।

ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন লামিচানে, ‘নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও সেটাই করল যা তারা ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা আমাকে ভিসা দেয়নি। দুর্ভাগ্যজনক।’

গত ১ মে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে নেপাল। ধর্ষণের মামলায় শাস্তিভোগ করতে থাকা লামিচানেকে সে দলে রাখার কোনো সুযোগ ছিল না। কারণ নেপাল ক্রিকেট তখন তাকে বহিষ্কার করেছিল।

তবে খালাস পাওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন দেশটির বোর্ড প্রধান চতুর বাহাদুর চাঁদ, ‘আইনের মাধ্যমে সে মুক্তি পেয়েছে এবং আমরা তার জন্য খুশি। আমরাও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার জন্য ২৫ মে পর্যন্ত সময় রয়েছে।’

কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এখন আর তাকে দলে রাখতে পারছে না নেপাল ক্রিকেট।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গী নেপাল।

;

রেফারিং বিতর্ক ছাপিয়ে বসুন্ধরার ট্রেবল জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইদানিং দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান ফাইনালে ওঠা বা শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা মানেই যেন বিশৃঙ্খলা। ম্যাচ পরিচালনাকারীদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে মাঠ ছেড়ে আসা বা ম্যাচ থামিয়ে ডাগআউটে দাঁড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা তাদের ‘অভ্যাস’-এ পরিণত হয়েছে। প্রিমিয়ার হকির শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে এগিয়ে থাকা অবস্থায় মাঠ ছেড়ে গিয়েছিল তারা। আজ ফুটবলের ফেডারেশন কাপ ফাইনালও প্রায় একই পরিস্থিতির দিকে যাচ্ছিল।

তবে শেষ পর্যন্ত মোহামেডানের ডাগআউটে কারো কারো শুভবুদ্ধির উদয় হয়। ম্যাচ সম্পূর্ণ করেই মাঠ ছাড়ে তারা। যদিও শেষটায় হাসিমুখ থাকেনি আলফাজ আহমেদের দল। তাদের ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রেবল জয়ের আনন্দ-উৎসব করে বসুন্ধরা কিংস।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দেশের ফুটবলের দুই জায়ান্ট মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। স্থানীয় ও সফরকারী দর্শকদের আনাগোনায় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের ফুটবলেও প্রতিদ্বন্দ্বিতার ছাপ ছিল। প্রথমার্ধে দুই দলই গোলের যথেষ্ট সুযোগ পেলেও গোলমুখ উন্মুক্ত করতে পারেনি।

খেলার প্রথম বাঁশি থেকে দাপট ছিল বসুন্ধরার। তবে ক্রমেই নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পায় মোহামেডানও। বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে গোলের বেশকিছু ভালো সুযোগ হাত ফসকে যায় তাদের।

বিরতির আক্রমণে আরো ধার বাড়ে মোহামেডান। বসুন্ধরার রক্ষণ তখন দিগ্বিদিকশুন্য। সে সুযোগ নিয়ে ৬৩ মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে ইমানুয়েল সানডে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বসুন্ধরার জাল কাঁপান।

সে গোলের পর থেকেই অবশ্য মোহামেডান আক্রমণে কিছুটা চুপসে যায়। এবার সুযোগসন্ধানী হয়ে ওঠে বসুন্ধরা। মোহামেডানের খেলোয়াড়রা যখন বলা চলে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন ৮৭ মিনিটে প্রায় চারজনকে কাটিয়ে দারুণ এক গোলে বসুন্ধরাকে ম্যাচে ফেরান মিগেল দামাসেনো।

মোহামেডানের সামনে তখন স্বাধীনতা কাপ ফাইনালের দুঃস্মৃতি উঁকি দিচ্ছিল। সে ম্যাচেও এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে বসুন্ধরার কাছে হেরে যায় তারা। নির্ধারিত সময় খেলা ১-১ সমতায় থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সে দুঃস্বপ্নই বাস্তবে পরিণত হয়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মুহূর্তে বসুন্ধরার এক কর্নার থেকে বল হাতে জমাতে ব্যর্থ হন মোহামেডান গোলকিপার মোহাম্মদ সুজন। তার হাত ফসকে বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই শট নেন জাহিদ হোসেন। ম্যাচের জয়সূচক গোলটি পেয়ে যায় বসুন্ধরা কিংস।

কিন্তু গোলের বিল্ডআপে ফাউলের অভিযোগ তুলে তখনই মাঠ ছেড়ে ডাগআউটের আশপাশে ভিড় করেন মোহামেডানের ফুটবলাররা। চলে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়। প্রায় মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবার মাঠে ফেরে মোহামেডান। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোলের ভালো কিছু সুযোগ হেলায় হারিয়ে শিরোপা হাতছাড়া করে মোহামেডান। মৌসুমে টানা দ্বিতীয়বার ময়মনসিংহে শিরোপা উৎসব করে বসুন্ধরা কিংস। এর আগে প্রিমিয়ার লিগের শিরোপাও এই মাঠে মোহামেডানকে হারিয়েই নিশ্চিত করেছিল তারা।

;

৪৩৫ দিন পর ফিরছেন আর্চার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চোটাঘাতে অনেকটা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন জফরা আর্চার। চোটের সে অধ্যায় কাটিয়ে প্রায় ৪৩৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন, আর ইংল্যান্ডের মাটিতে দেশের জার্সিতে প্রায় ৪ বছর পর আবার বল হাতে দেখা যাবে তাকে। আজ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার কথা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে তার খেলার বিষয়টি ইংলিশ অধিনায়ক জস বাটলার নিশ্চিত করেছেন। তবে চোট থেকে ফেরা বাটলারের কাছে এখনই দল খুব বেশি কিছু আশা করছে না বলেও জানিয়ে দেন বাটলার, ‘আশায় লাগাম দিতে হবে। দীর্ঘ সময় ধরে সে (আর্চার) আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে, আগের সে ফর্ম ফিরিয়ে আনা সহজ নয়।’

তবে দীর্ঘদিন পর জাতীয় দলের সেটআপে ফিরে যে আর্চার অনেক খুশি তা জানাতে ভোলেননি ইংল্যান্ড অধিনায়ক, ‘ওর মুখে এখন চওড়া হাসি। তার ফিট হয়ে দলে ফেরা এবং গতিতে বোলিং করতে দেখে ভালো লাগছে।’

পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের সিরিজে তাকে বুঝেশুনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যেহেতু মাত্রই চোট থেকে সেরে উঠেছেন, তাই তাকে নিয়ে ইংল্যান্ডের সাবধানী পরিকল্পনার কথাও জানিয়েছেন বাটলার, ‘সে এখন সম্পূর্ণ ফিট। মেডিক্যাল টিম তাকে ফিটনেস ম্যানেজ করার ব্যাপারে পরামর্শ দিচ্ছে। যতগুলো ম্যাচে সম্ভব হবে, তাকে খেলানো হবে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ জনের প্রাথমিক দলে রয়েছেন আর্চার। আগামী শনিবারের (২৫ মে) মধ্যে স্কোয়াড চূড়ান্ত করে আইসিসির কাছে পাঠাতে হবে।

;

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন সৈকত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ক্রিকেটাররা খুব একটা আশা জোগাতে পারছেন না। সোমবার তারা হেরে বসেছেন যুক্তরাষ্ট্রের কাছে, ৫ উইকেটের বড় ব্যবধানে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা অন্তত একটা বিষয় নিয়ে গর্বিত হতেই পারেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এবার আম্পায়ারিং করবেন লাল-সবুজের প্রতিনিধি শরফুদ্দৌলা সৈকত।

জানা গেছে, ১ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে তাকে। দুই উত্তর আমেরিকান প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সে ম্যাচে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের এই আম্পায়ার। অনফিল্ড আম্পায়ার হিসেবে এই ম্যাচে সৈকতের সঙ্গী হবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।

দীর্ঘদিন ধরে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে কাজ করা সৈকত সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলের সদস্য হয়ে ইতিহাস গড়েছেন।

এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের জন্যও তালিকাভুক্ত হন সৈকত। এর আগে গত বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসির ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

;