ইংলিশ ড্রেসিংরুমে কোনো ব্রেক্সিট নেই!



স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বেয়ারস্টো, রশিদ আর মঈন আলিরা

কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বেয়ারস্টো, রশিদ আর মঈন আলিরা

  • Font increase
  • Font Decrease

তিন বছর আগে ব্রেক্সিটের পক্ষে রায় দেয় যুক্তরাজ্য। সিদ্ধান্ত নেয় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার। ব্রেক্সিটের ডেটলাইন শেষ হয়েছে ২০১৯ সালের ২৯ মার্চ। কিন্তু পুরোপুরি ইইউ থেকে আলাদা হতে পারেনি তারা। তাই সময়টা বাড়িয়ে নিয়েছে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে দেশটির জনগণ থেকে শুরু করে প্রশাসকরা ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়ে দুই ভাগ হয়ে পড়েছে। তাই কার্যকর কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারেনি দেশটির সরকার।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরী হওয়ায় যুক্তরাজ্যের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে পুরো দেশ এখন একই পতাকা তলে। ক্রিকেটই এখন দেশের সব কিছু পাল্টে দিতে পারে। তবে তার আগে রোববার লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডকে তাদের হারাতে হবে। একদিনের ক্রিকেটে ধরে রাখতে হবে নিজেদের শ্রেষ্ঠত্ব।

‘হোম অব ক্রিকেটে’ ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন আইরিশম্যান ইয়ন মরগান। যে কী জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কুইন’ গান না (এমনকি আইরিশ জাতীয় সঙ্গীতও তিনি গান না)। বিশ্বকাপ ইতিহাসের সেরা ম্যাচে তিনি ইংলিশদের অধিনায়ক। ৩২ বছরের এ তারকা ক্রিকেটার এর আগে নিজের দেশ ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছেন। কিন্তু এখন ইংল্যান্ড ড্রেসিংরুমের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও ত্যাগী খেলোয়াড়দের মধ্যে অন্যতম তিনি। ড্রেসিংরুমে যার রয়েছে যথেষ্ট সম্মান।

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটে রেঁনেসা যুগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মরগান। তার অধীনে বিভিন্ন ব্রান্ডের সাদা বলের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। খেলছে তারা ঝুঁকিপূর্ণ, দুঃসাহসিক, আক্রমণাত্মক ও ভয়ডরহীন ক্রিকেট।

ইংল্যান্ডের বহুজাতিক দল মরগানকেও ছাড়িয়ে গেছে। ইংলিশ টিমের হয়ে পেস ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়ছেন জোফরা আর্চার। তার বাউন্সারে কুপোকাত হয়েছেন হাশিম আমলা ও অ্যালেক্স ক্যারির মতো ব্যাটসম্যান।

সিমার ডেভিড উইলি ইনজুরির কারণে ছিটকে গেলে শেষ মুহূর্তে ইংলিশদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন এ বার্বাডিয়ান পেসার। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলে এসেছেন তিনি।

আছেন কার্যকরী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। যার জন্মই নিউজিল্যান্ডে। দাপিয়ে বেড়াচ্ছেন এখন ইংল্যান্ডের হয়ে। ব্যাটিং পাওয়ার ইঞ্জিন জেসন রয় আবার এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে।

মঈন আলি আর আদিল রশিদ ইংল্যান্ডে জন্মেছেন ঠিকই। কিন্তু তারা দুজনেই পাকিস্তানি প্রবাসীর সন্তান।

ক্রিকেটে কে কোন দেশের। কে কোন বর্ণের। যে কোন ধর্মের। এনিয়ে নেই কোনো ভেদাভেদ। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুনে চলেছেন বিশ্ব জয়ের স্বপ্ন।

ইংল্যান্ডের এমন ইতিহাস অনেক পুরনো। ভিন্ন দেশের ক্রিকেটাররা তাদের ক্রিকেটে অবদান রেখেছে গেছেন। ভিন দেশি হলেও গ্রাহাম গুচ, রবিন স্মিথ ও গ্রায়েম হিককে ইংল্যান্ড তাদের সাদরে গ্রহণ করেছে।

কিন্তু যখন তারা ইউরোপ থেকে আলাদা হচ্ছে। তখন একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বৃহত্তম জয় ছিনিয়ে নেওয়ার দৌড়ে নেতৃত্ব ও মাঠের পারফরম্যান্সে অবদান রাখতে যাচ্ছেন প্রবাসীরা। ব্যাপারটা পরিষ্কার। ক্রিকেটের বেলায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভক্তরা ব্রেক্সিটে বিশ্বাস করে না। ইংলিশ ড্রেসিংরুমে সাদরে গ্রহণ করা হচ্ছে সবাইকে!

   

ম্যাচ জিতেও বিদায় লক্ষ্ণৌয়ের 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আরও আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কার্যত আসরের সবার আগে। এতে বাকি ম্যাচগুলো তাদের জন্য ছিল নিয়মরক্ষার। তবে আসরের শেষ ম্যাচটাতেও জয় নিয়ে ফিরতে পারলো না হার্দিক পান্ডিয়ার দলটি। এদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ চারে স্বপ্ন জিইয়ে রাখতে করতে হতো স্বপ্নের মতোন কিছুই। জিততে হতো ২০০ বা তারও বেশি রানের ব্যবধানে। তাতেই কেবল তাদের নেট রান রেট আসতো চারে থাকা চেন্নাই সুপার কিংসের আশেপাশে। লক্ষ্ণৌ শেষ পর্যন্ত ম্যাচে জিতেছে ঠিকই, তবে কেবল ১৮ রানের ব্যবধানে। এতে আসরের পঞ্চম দল হিসেবে বিদায়ের ঘণ্টা বেজেছে তাদেরও। 

ইতিমধ্যেই প্লে-অফের টিকিট কেটেছে তিন দল, কলকাতা, রাজস্থান ও হায়দরাবাদ। শেষ জায়গার লড়াইটা এখন কেবল চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। অর্থাৎ, আজকের (শনিবার) রাতের ম্যাচটি দিয়েই শেষ চার দল পেয়ে যাবে আইপিএলের এই ১৭তম আসরটি। 

গতকালের একমাত্র ম্যাচটিতে নিজেদের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লোকেশ রাহুলের দল।  

বোলিংটা ঠিক আশানুরূপ না হলেও লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো পায় মুম্বাই। ৫১ বল রোহিত-ব্রেভিসের ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। তবে ৪ বলের ব্যবধানে ব্রেভিসের পর তাদের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের উইকেটও হারায় তারা। পরের দলীয় ১২০ রানে পৌঁছাতেই দলের অর্ধেক ব্যাটার ফেরেন সাজঘরে। হারের ব্যবধানটা হয়তো আরও বেশি হতো। তবে শেষ দিকে এসে নামান ধীরের অপরাজিত ৬২ রানে চড়ে দুইশ ছুঁইছুঁই সংগ্রহে (১৯৬) পৌঁছায় স্বাগতিকরা। রোহিতের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬৩ রান।  

এর আগে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌয়ে শুরুটা ছিল ম্যাড়মেড়ে। ইনিংস অর্ধেকে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬৯ রান। এবং শেষের ১০ ওভারে আসে ১৪৫ রান! যেই তাণ্ডবের মূল কারিগর নিকোলাস। এই ক্যারিবীয় হার্ড-হিটার ব্যাটারের ব্যাট থেকে স্রেফ ২৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় আসে ৭৫ রান। এদিকে অধিনায়ক লোকেশ রাহুল করেন ৫৫ রান। মূলত এই দুই ইনিংসে চড়েই ২১৪ রানের ভালো সংগ্রহে পৌঁছায় লক্ষ্ণৌ। 

নিজেদের শুরুর দুই মৌসুমেই (২০২২ ও ২০২৩) প্লে-অফে পৌঁছেছিল লক্ষ্ণৌ। তাই এবারই প্রথম শেষ চারের জায়গায় নিজেদের নিয়ে যেতে ব্যর্থ হলো ফ্রাঞ্চাইজিটি। 

;

চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ (শনিবার) চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচে। এদিকে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচ ডে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

আইপিএল

বেঙ্গালুরু–চেন্নাই

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–পুলিশ এফসি

বিকেল ৫টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

বুন্দেসলিগা

লেভারকুসেন–অগ্‌সবুর্গ

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

হফেনহাইম–বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ

আল আহলি–আবহা

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

;

গম্ভীরকে রোহিতদের কোচ হিসেবে চায় বিসিসিআই



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবর, গম্ভীর ভারতের কোচ হতে চান কিনা তা জানতে এরই মধ্যে তার সঙ্গে আলোচনাও করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের কোচ হিসেবে দায়িত্বকাল শেষ হবে রাহুল দ্রাবিড়ের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। তবে সেটা কিছুটা বাড়িয়ে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে সম্মত হয় বিসিসিআই ও দ্রাবিড়।

তবে এবার আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই কথা বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই তাই প্রধান কোচের পদ পূরণ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। নতুন কোচকে সাড়ে তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেবে বিসিসিআই।

গৌতম গম্ভীর এখন পর্যন্ত পেশাদার কোচিং শুরু করেননি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মৌসুম আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সে একই পদে কাজ করছেন। কোচ হিসেবে অনভিজ্ঞ হলেও অধিনায়ক এবং মেন্টর হিসেবে তাকে সফল বলা যায়।

অধিনায়ক হিসেবে কলকাতাকে দুইবার আইপিএল জিতিয়েছেন, মেন্টর হিসেবে লক্ষ্ণৌকে দুইবার প্লে-অফ পর্বে তুলেছেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কলকাতাকে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট এনে দিয়েছেন।

গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাব নিয়ে এখনই কিছু ভাবছেন না। আইপিএল শেষের পর এই বিষয়ে তার সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর।

;

প্রথমবার ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রাজিল। এটাই হবে লাতিন আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ।

২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিয়ে প্রতিযোগিতা ছিল ব্রাজিল এবং জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের যৌথ বিডের মধ্যে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে পড়ে ১১৯ ভোট। জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড ভোট পায় ৭৮টি।

২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে আরও বেশ কয়েকটি দেশ শুরুতে আগ্রহ দেখিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো তাদের যৌথ বিড প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতায় টিকে থাকে কেবল ব্রাজিল ও জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড।

এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিয়েছে ফিফার সব সদস্য দেশ। এর আগে ফিফার নীতিনির্ধারণী পর্ষদ ফিফা কাউন্সিল নারী বিশ্বকাপের আয়োজক নির্বাচন করত।

নারী বিশ্বকাপ এটাই প্রথম হলেও পুরুষদের বিশ্বকাপ দুইবার আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ১৯৫০ এবং ২০১৪ সালে পুরুষদের বৈশ্বিক আসর সফলভাবে আয়োজন করে তারা।

;