শাস্তি শোনার পর ‘বিধ্বস্ত’ সাকিব বিসিবিতে

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। যার এক বছর স্থগিত নিষেধাজ্ঞা শাস্তি। আইসিসির এ নিষেধাজ্ঞা শাস্তি ঘোষণার পর দ্রুত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হাজির হয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, বৈঠক শেষে নিজের শাস্তি ও পরবর্তীতে করণীয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সাকিব আল হাসান।

বছর দুয়েক আগে ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ফোনে ম্যাচ ফিক্সিংয়ের একটা প্রস্তাব পেয়েছিলেন সাকিব। জুয়াড়ির সেই প্রস্তাবে তিনি রাজি হননি ঠিকই। কিন্তু বড় ভুল করে বসেন সেই ঘটনা আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কাছে রিপোর্ট না করে। সেই ভুলের শাস্তি হিসেবেই আর্ন্তজাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন বাংলাদেশ ক্যাপ্টেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে তিন অভিযোগে সাকিব নিষিদ্ধ

দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব