ভিসা জটিলতায় ভারতে আটকা ক্রিকেটার সাঈফ হাসান!

  • স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিকেটার সাঈফ হাসান

ক্রিকেটার সাঈফ হাসান

ক্রিকেট খেলতে আগেও ভারত সফরে গিয়েছিলেন সাঈফ হাসান। কিন্তু এবার বাংলাদেশ দলের সঙ্গে তার সফরকে অন্য কারণে বেশি মনে রাখবেন এই তরুণ ক্রিকেটার।

ইডেন টেস্টে তার অভিষেকের উজ্জ্বল সম্ভাবনা ছিল। কিন্তু আঙ্গুলের ইনজুরির জন্য সেই সম্ভাবনা শেষ। সর্বশেষ সমস্যা হয়েছে তার দেশে ফেরা নিয়ে। ভিসা জটিলতায় কলকাতার বিমানবন্দর থেকে তাকে আবার হোটেলে ফিরে যেতে হয়েছে!

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) দেশে ফেরার জন্য কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন ব্যাটসম্যান সাঈফ হাসান। সঙ্গে ছিলেন দলের আরো তিন ক্রিকেটার আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম ও এবাদত হোসেন। তবে কলকাতা বিমানবন্দরে বাংলাদেশ বিমান তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। কারণ যে ভিসা নিয়ে ভারত সফরে গিয়েছিলেন সাঈফ হাসান, তার মেয়াদ যে একদিন আগেই শেষ!

বাংলাদেশ দলের সঙ্গে এবারের ভারত সফরের আগে গত জুলাইয়ে ব্যাঙ্গালোর ও মাইসৌরে একটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যান বিসিবি একাদশের হয়ে। সে সময় তিনি ছয় মাসের ভিসা নিয়ে ভারত সফরে যান।

বিজ্ঞাপন
সাঈফ হাসান
সাঈফ হাসান 

সেই ভিসায় সাঈফ এবারের বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যান। তার সেই ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ২৪ নভেম্বর। তাই ২৫ নভেম্বর তিনি যখন কলকাতা থেকে ঢাকায় ফেরার জন্য বিমানবন্দরে আসেন তখন ভারত ছাড়ার অনুমতি পাননি। ফলে আবারও তাকে কলকাতায় হোটেলে ফিরে যেতে হয়েছে।

ভিসার মেয়াদ বাড়িয়ে এখন তাকে ফিরতে হবে। সাঈফের এই ভিসার জটিলতার বিষয়টি বিসিবিও অবগত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই প্রসঙ্গে বলেন, ‘সাইফকে আমরা কলকাতায় এক বা দুদিন থাকতে বলেছি। সেখানকার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সহায়তায় তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। যেহেতু এখনো দলের অনেক ক্রিকেটার কলকাতায় আছে, তাই সাঈফের হোটেলে থাকা নিয়ে কোন সমস্যা হবে না। তাদের সঙ্গেই থাকবে সাঈফ। আশা করছি বুধবারের (২৭ নভেম্বর) ফ্লাইটে সে ঢাকা ফিরবে।’

ইডেন টেস্ট তিনদিনেই শেষ হয়ে যাওয়ার পর ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার ২৪ নভেম্বরই ঢাকায় ফিরে আসেন। আবার বেশ কয়েকজন ক্রিকেটার কলকাতায় আরো দিনকয়েক থেকে তারপর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সাঈফ ইসলাম ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান। সেই চোট তাকে এমনই ভোগায় যে ইডেন টেস্টের দলের পরিকল্পনা থেকেই বাদ পড়ে যান।

আরও পড়ুন:

কলকাতাতেই চলবে সাঈফের চিকিৎসা