স্বর্ণজয়ী দীপু বললেন-আমি এখনো ঘোরের মধ্যেই আছি!
গেমস শুরুর আগে তিনি ইনজুরিতে ছিলেন। কিন্তু তায়কোয়ান্দো ফেডারেশনের শীর্ষ কর্তা মাহমুদুর রহমান রানা তার ওপর ঠিকই আস্থা রাখেন। সেই আস্থারই প্রতিদান দিলেন যেন দীপু চাকমা। চলতি এস এ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন দীপু।
তায়কোয়ান্দোর ফুনসো ইভেন্টে দীপু হারিয়েছেন ভারত ও নেপালের প্রতিযোগিকে। এই ইভেন্টে ছয়টি দেশ অংশ নিয়েছিল। পয়েন্ট পদ্ধতির এই ইভেন্টে দীপু সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে স্বর্ণ জিতেন। ভারত ও নেপালের প্রতিযোগি এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে।
স্বর্ণ জেতার আনন্দময় সময় দীপু তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলছিলেন-‘২০০৫ সাল থেকে সেনাবাহিনীতে কাজ করি। ২০০৬ সালে আমি যখন ব্যাটেলিয়নে ছিলাম তখন পত্রিকায় দেখেছিলাম যে তায়কোয়ান্দোতে সেনাবাহিনীর মিজানুর রহমান স্বর্ণপদক জিতেছেন। আমি তায়কোয়ান্দোর সঙ্গে জড়িত সেই ২০০১ সালে। সেনাবাহিনীর তায়কোয়ান্দো দলে আমি সুযোগ পাই ২০০৮ সালে। সেই তখন থেকেই স্বপ্নের শুরু। আমাকেও একদিন স্বর্ণপদক জিততে হবে! নিজের ভেতর একটা অনুপ্রেরণা ছিল যে বাংলাদেশের পতাকাকে এমন বড় কোন আসরে আমি যেন মেলে ধরতে পারি। উড়াতে পারি। পোডিয়ামে আমি পতাকা নিয়ে থাকবো। আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাজছে-এই অনুভুতিটাই আসলে অন্যরকম কিছু। আজ আমার সেই স্বপ্ন পুরো হয়েছে। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিকার অর্থেই এই আনন্দ-অনুভুতি তুলনাহীন। মিজান স্যার, রানা স্যার এবং ফেডারেশনের সবাই আমাদের অনেক সহায়তা করেছে। আমাদের প্রেরণা যুগিয়েছে। সবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে দেশকে কিছু দেয়ার একটা চেষ্টা করেছি আমি। সফল হয়েছি। এটাই আমার আনন্দ। আমি এখনো সেই আনন্দের ঘোরেই আছি!’
রাঙামাটির জেলার ছেলে দীপু চাকমরাও দুই ভাই। গেমসের শুরুতে তার এই সাফল্য অন্যান্য ইভেন্টেও বাংলাদেশের প্রতিযোগিদের অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করেন দীপু-‘শুরুতে ভাল ফল হলে পরের ইভেন্টে প্রতিযোগিদের মানসিকতায় সেটা ইতিবাচক একটা প্রভাব ফেলে। আশা করছি আমার এই সাফল্য অন্য ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগিদের জন্যও একটা বড় প্রেরণা, উদ্বীপনা যোগাবে। আমারও একটা ইভেন্ট আছে। সেখানেও আমি স্বর্ণের জন্যই লড়বো।’
এস এ গেমসে তায়কোয়ান্দোতে ২০১০ সালে দুটো স্বর্ণপদক জিতে বাংলাদেশ। কিন্তু ২০১৬ সালের গেমসের তায়কোয়ান্দো শেষ করে বাংলাদেশ বড় ব্যর্থতা দিয়ে। সে দফায় কোন স্বর্ণপদক জেতেনি বাংলাদেশ। আর এবার তায়কোয়ান্দোতে স্বর্ণ জয় দিয়েই বাংলাদেশের সাফল্যের শুরু। নিশ্চয়ই সামনের সময়টাও আরো সুখের হবে?
আরও পড়ুন-