সাব্বির একাদশে ফিরেছেন, খেলবেন ওপেনার হিসেবে

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাব্বির রহমান/ছবি: সংগৃহীত

সাব্বির রহমান/ছবি: সংগৃহীত

দু’দলের পয়েন্টই সমান। তবে সেই সমতা ভেঙ্গে যাচ্ছে এই ম্যাচে। কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্সের যে দল এই ম্যাচ জিতবে-তারাই একে অন্যেকে ছাড়িয়ে যাবে পয়েন্টের লড়াইয়ে। এমন প্রতিযোগিতার ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স টসে জিতে মিরপুরের উইকেটে বোলিং বেছে নিয়েছে। আগেরদিন এই মাঠে সিলেট থান্ডারকে হারিয়েছে কুমিল্লা। সৌম্য সরকার ও দাউদ মালানের হাফসেঞ্চুরিতে ম্যাচ জিতেছিল তারা ৫ উইকেটে। বঙ্গবন্ধু বিপিএলের শেষ চারে নাম লেখানোর জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের সামনে খুব একটা সুযোগ নেই। আজকের ম্যাচসহ বাকি আছে তাদের মাত্র দুটি ম্যাচ। এই দুটি ম্যাচে তারা জিততে না পারলে বড় বিপদ অপেক্ষা করছে। অধিনায়ক দাউদ মালান সাফ জানিয়ে দিয়েছেন-‘দুটি ম্যাচ জেতার জন্যই মাঠে নামছেন তারা। শেষচারে খেলতে হলে জয়ের এই শর্ত পুরুণ করতেই হবে।’

খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের একাদশে ফিরেছেন সাব্বির রহমান। ব্যাট হাতে পুরো টুর্নামেন্টে প্রায় নিস্প্রভ সাব্বির রহমানের সামনে নিজেকে মেলে ধরার জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ। আর তাই শেষ এই সুযোগের পুরোটাই যাতে সাব্বির ব্যবহার করতে পারেন- সেজন্য তাকে এই ম্যাচে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দল। ওপেনিংয়ে নামলে পাওয়ার প্লে’র পুরোটা তিনি ব্যবহার করতে পারবেন। বেশি সময় জুড়ে খেলার সুযোগটা পাবেন। দেখা যাক ব্যাটিং অর্ডারের জায়গা বদল করা সাব্বির রহমান রান ফেরার কাজটুকু করতে পারেন কিনা?

বিজ্ঞাপন

এই ম্যাচের একাদশে খুলনা টাইগার্সও বেশকিছু বদল এনেছে। সবমিলিয়ে আগের ম্যাচের চারজন খেলছেন না এই ম্যাচে। চার বদল এনে ঢাকায় শেষ পর্বের শুরুতে জয় নিয়েই ফিরতে চান খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।