সাকিবের বিকল্প খুঁজে নিয়েছে এমসিসি
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। গতবছরের শেষ দিকে শুনেছেন দুঃসংবাদ। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করায় কঠিন শাস্তি শুনতে হয়েছে সাকিব আল হাসানকে। একবছরের জন্য আন্তর্জাতিকসহ সবধরনের ক্রিকেটেই নিষিদ্ধ বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ কারণে বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও। পদত্যাগ করতে হয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে। তিনি সরে গেলেও জায়গাটা মাস তিনেক ধরেই ছিল ফাঁকা। অবশেষে বাংলাদেশ অধিনায়কের বিকল্প খুঁজে নিয়েছে ক্রিকেটের আইন-কানুন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এমসিসি।
তার জায়গায় এসেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক।
২০০৭ সালের অক্টোবরে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন সাকিব। তারপর থেকেই নিয়মিত কমিটির সভায় (বছরে দু'বার) যোগ দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। কিন্তু আইসিসি তাকে নিষিদ্ধ করতেই দৃশ্যপট পাল্টে যায়। সরে দাঁড়ান সাকিব।
এই কমিটি থেকে সরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও। এই জায়গায় ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থার এই কমিটিতে যোগ দিলেন তারই দেশের বোর্ড সভাপতি রিকি স্কেরিট।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন- অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন , ব্যাটিং গ্রেট রিকি পন্টিং আর শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। কমিটির চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। এবার যোগ হলো রিকি ও কুকের নাম।