৩ মে পর্যন্ত ভারত লকডাউন, অনিশ্চিত আইপিএল!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল, ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল, ছবি: সংগৃহীত

ভারতে লকডাউনের সময় আরো বেড়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে নেওয়া পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ৩ মে পর্যন্ত।

ফলে চলতি বছরের আইপিএলও বলতে গেলে পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। মূলত টি-টোয়েন্টি এই আসর মাঠে গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে ভারতের ঘরোয়া আসরটি স্থগিত করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আলোচনা করে আইপিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গত মাসে ঘোষণা করা ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার (১৪ এপ্রিল)। কিন্তু শেষ না হয়ে উল্টো আরো বেড়ে গেল লকডাউন।

বিজ্ঞাপন