মাশরাফি-সাকিব-তামিমদের অটোগ্রাফের ব্যাট ৩ লাখ
২২ এপ্রিল অনলাইন নিলামে ক্রিকেট মহাতারকা সাকিব আল হাসান বিক্রি করেছেন তার সবচেয়ে প্রিয় ব্যাটটি। বিশ্বসেরা অলরাউন্ডারের বিশ্বকাপ কাঁপানো সেই বিশেষ ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি কিনতে ক্রিকেট মেগাস্টার সাকিব গড়েছেন এই তহবিল।
সাকিব অনলাইন নিলামের প্লাটফর্ম অকশন ফর অ্যাকশনের মাধ্যমে এবার বিক্রি করলেন সতীর্থদের অটোগ্রাফ অঙ্কিত একটি ব্যাট। সোমবার (১১ মে) রাতে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে এটি। তার আগে লাইভ নিলামে অংশ নেন সাকিব। ব্যাটটি কিনেছে কার্নিভাল ইন্টারনেট নামের একটি প্রতিষ্ঠান। ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিটি এর আগে কিনে নিয়েছে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার ঐতিহাসিক একটি জার্সি।
এই ব্যাটে রয়েছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শুভাশিস রায়, শুভাগত হোম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের মতো জাতীয় দলের ১৫ জনের অধিক ক্রিকেটারের অটোগ্রাফ।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটটি উপহার দিয়েছিলেন হ্যারি সোলাইমান নামের এক ক্রিকেট অনুরাগীকে। তার কাছ থেকে সৌভাগ্যক্রমে সেটা পেয়ে যান মাসুদ নামের অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশি। ব্যাটটি মাসুদ দান করেন সাকিব আল হাসান ফাউন্ডেশনে।
ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৯৯,৯৯৯ টাকা। ব্যাট নিলাম থেকে আসা পুরো অর্থটা যাবে সাকিব আল ফাউন্ডেশনে। যা খরচ হবে করোনা যুদ্ধে।