আইপিএল’কে অর্থলোলুপ টুর্নামেন্ট বললেন অ্যালান বর্ডার
আইপিএল কি?
কেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতের এবং বিশ্বের সবচেয়ে আর্কষণীয়-দামি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।
তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের কাছে আইপিএল নেহাতই একটি অর্থলিপ্সু, অর্থ দখলকারী একটি ক্রিকেট লিগ!
- কেন হঠাৎ আইপিএল সম্পর্কে এমন নেতিবাচক ধারণা হলো বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের? এই প্রশ্নের উত্তর মিলছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের হওয়া বা না হওয়ার দুলনিতে! করোনাভাইরাসের কারণে চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা- তা নিয়ে এখন বড় সংশয়। সার্বিক যা পরিস্থিতি তাতে এই বিশ্বকাপ না হওয়ার আশঙ্কাই বেশি। আর এই বিশ্বকাপ না হলে ক্রিকেটের সম্ভাব্য সেই খালি সময়টা দখলের জন্য আইপিএল একেবারে ওঁত পেতে আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা-ব্যক্তিরা জানিয়েও দিয়েছেন- টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়টায় আইপিএলের জন্য ব্যবহার করা হতে পারে। জানা কথা আইসিসি তথা আন্তর্জাতিক ক্রিকেট পরিমণ্ডলে ভারত যদি কোনো সিদ্ধান্ত নিজেদের স্বার্থে নিতে চায় তবে তার বাস্তবায়ন করাটা তাদের পক্ষে খুবই সহজ বিষয়। সেই বাস্তবতাই জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে সেই সময়টা আইপিএলের জন্য ব্যবহার করাকে ভারতের জন্য খুবই সম্ভব।
অস্ট্রেলিয়ার একটি রেডিওতে সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অ্যালান বর্ডার গোস্বা চেপে রাখার কোন চেষ্টাই করলেন না। বললেন- ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে আইপিএলও হবে না। যদি হয় তবে আমি সেই ব্যাপারে বড় প্রশ্ন রাখব। এটা তো (আইপিএল) শুধু অর্থ দখলদারী একটা টুর্নামেন্ট, তাই নয় কি?’
বিস্তারিত ব্যাখ্য়ায় বর্ডার বলছিলেন- ‘বিশ্বকাপের মতো ইভেন্ট অবশ্যই স্থানীয় পর্যায়ের কোনো টুর্নামেন্টের চেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি গুরুত্ব পাওয়া উচিত। যদি বিশ্বকাপ স্থগিত করে আইপিএলের আয়োজন করা হয় তাহলে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আইপিএলে খেলা বন্ধ করার ব্যবস্থা করে।’
আইপিএলে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে মোটা অঙ্কের চুক্তিতে খেলেন। প্যাট কামিন্স এবারের আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে এবার দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স।
আইসিস ‘তে ভারতের প্রভাবের কথা ভালোই জানা আছে অ্যালান বর্ডারের। আইসিসি’র আয়ের সবচেয়ে বড় অংশটা আসে ভারতীয় ক্রিকেট দলের কাছ থেকেই। সেই প্রসঙ্গে বর্ডার জানান- ‘আইসিসি’র আয়ের শতকরা ৮০ ভাগ অর্থ যোগান দেয় ভারত। জানা কথা আইসিসিতে ভারতের প্রভাবও ব্যাপক। কিন্তু তাই বলে আন্তর্জাতিক খেলার চেয়ে স্থানীয় কোনো টুর্নামেন্টকে গুরুত্ব দেওয়াটা মোটেও মানানসই কোনো কিছু হবে না। এটা হবে বড় ভুল। এটা হতে দেওয়া যায় না।’
আইপিএলের ১৩তম আসর এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে ভারত এই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে। ভারত জানিয়েছে- আইপিএল বাতিল হলে সব মিলিয়ে তাদের আর্থিক ক্ষতি হবে সাড়ে তিন হাজার কোটি রূপি।
অ্যালান বর্ডার তার শট খেলে দিয়েছেন। এখন দেখা যাক ভারত কি জবাব দেয়?