আয়ে মেসিকে টপকে গেলেন ফেদেরার-রোনালদো
আয়ের দিক থেকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রজার ফেরার। বনে গেলেন বিশ্বের শীর্ষ আয়ের অ্যাথলিট। ফোর্বসের প্রকাশিত বার্ষিক শীর্ষ আয়ের অ্যাথলিটদের তালিকায় টেনিস খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো সবার ওপরে জায়গা করে নিলেন সুইজারল্যান্ডের এই মহাতারকা।
৩৮ বছরের ফেদেরার গত এক বছরে ৮৬.২ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকায় চার ধাপ ওপরে উঠে গেছেন। যার মধ্যে ৮১ মিলিয়ন পাউন্ডই এসেছে স্পন্সর চুক্তি থেকে।
ফেদেরারের পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের পর্তুগিজ এ মহাতারকা আয় করেছেন ৮৫ মিলিয়ন পাউন্ড। ৮৪ মিলিয়ন পাউন্ড নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বার্সা মেগাস্টার লিওনেল মেসি। শীর্ষ পাঁচের পরের দুজন হলেন পিএসজি'র ব্রাজিলিয়ান তারকা নেইমার (৭৭.৫ মিলিয়ন পাউন্ড) ও আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস (৭১.৫ মিলিয়ন পাউন্ড)।
জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা নারী অ্যাথলিটদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন। শুক্রবার প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় সবমিলিয়ে তিনি ২৯তম স্থানে রয়েছেন।