মেসি-সুয়ারেজ ফিট, রাতে মাঠে নামছে বার্সা
লা লিগার ম্যাচ খেলতে আজ (১৩ জুন) রাতে মাঠে নামছে বার্সেলোনা। লিগে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে আতিথ্য নিবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সা। ৯৭ দিনের মধ্যে এই প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি চোট পেয়েছিলেন ঊঁরুতে। তবে সেই ইনজুরি কাটিয়ে চলতি সপ্তাহেই অনুশীলনে ফিরেছেন ৩২ বছরের এই আর্জেন্টাইন সুপারস্টার।
শীর্ষে থাকা কাতালান জায়ান্টের হয়ে মাঠে নামতে প্রস্তুত হয়ে আছেন লুইস সুয়ারেজও। করোনা লকডাউনের মাঝে জানুয়ারিতে করা ডান হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেছেন ৩৩ বছরের এই উরুগুয়েন স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ১৪ জুন কোচ জিনেদিন জিদানের দল স্বাগত জানাবে এইবারকে।
অবশ্য বৃহস্পতিবার (১১ জুন) রাতে সেভিয়া-রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে লা লিগা। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে তিন মাস পর স্প্যানিশ লিগ পুনরায় শুরু হয়েছে এ সেভিলে ডার্বি ম্যাচ দিয়ে।
করোনা লকডাউনের কারণে ১০ মার্চ থেকে বন্ধ ছিল স্পেনের সব ধরনের ফুটবল।