ইংল্যান্ডের টেস্ট অনুশীলন ক্যাম্পে মঈন আলী
টেস্ট ক্রিকেটে ফেরার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন মঈন আলী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে জায়গা করে নিলেন ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পের দলে।
গত গ্রীষ্মের অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গিয়ে লাল বলের ক্রিকেট থেকে দূরে সরে যান ৩২ বছরের এ তারকা ইংলিশ অলরাউন্ডার।
অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে রয়েছে আট নতুন মুখ। সাউদ্যাম্পটনে ট্রেনিং শুরু হচ্ছে ২৩ জুন।
ট্রেনিং শেষে সবাই মিলে তিন দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। ম্যাচটি শুরু হবে ১ জুলাই। এরপরই প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। জৈব-সুরক্ষিত পরিবেশে খেলা হবে দর্শকহীন স্টেডিয়ামে। সাউদ্যাম্পটনে প্রথম টেস্ট শুরু ৮ জুলাই।
ইংল্যান্ডের ট্রেনিং স্কোয়াড: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রাসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জ্যামি ওভারটন, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, আমার ভিরডি, ক্রিস ওকস ও মার্ক উড।