শূন্য হাতেই ফেরার অপেক্ষায় বাংলাদেশ!



আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
এশিয়ান গেমসের বাংলাদেশ দল

এশিয়ান গেমসের বাংলাদেশ দল

  • Font increase
  • Font Decrease

এবার খালি হাতেই এশিয়ান গেমস থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। জাকার্তা-পালেমবাং গেমসে নেই কোন সুখবর। গতবার এশিয়ার অলিম্পিক থেকে দুটো পদক পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একটি ক্রিকেট, অন্যটি কাবাডি থেকে। এবার ক্রিকেট নেই। আর পুরুষ-নারী কাবাডির দুই দলই ব্যর্থ।

একইভাবে আশার প্রদীপ হয়ে জ্বলতে থাকা শুটিং ও আর্চারি থেকেও নেই কোন ভাল খবর।

ফুটবল, হকি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িংয়েও পদক জেতা হচ্ছে না। ১১৭ জন অ্যাথলিটের বাংলাদেশ দল পদক ছাড়াই হয়তো দেশে ফিরছে এবার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183306463.jpg

সবচেয়ে বেশি হতাশ করেছেন দেশের শ্যুটাররা। কমনওয়েলথ গেমসে দুটি রৌপ্য জিতে আশাবাদী করে তুলেছিলেন যারা, সেই তারকারাই যারপরনাই ব্যর্থ। পালেমবাং জাকাবারিং শ্যুটিং রেঞ্জে হতাশ করেছেন দেশসেরা শ্যুটাররা। কমনওয়েলথে পদক জেতা আব্দুল্লাহেল বাকী ১০ মিটার এয়ার রাইফেলে ৪৪ জনের মধ্যে ১৯তম। শাকিল আহমেদ ৪০ জনের মধ্যে ২২তম।

দুঃখজনক হলেও সত্য, ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে কোয়ালিফাই করতে পারেননি কেউ। একইভাবে ব্যর্থ মেয়েরাও। ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা ৬১২.৬ স্কোরে ২৫তম অার শারমিন আক্তার রত্না ৬০৯.৭ স্কোরে নিয়ে ৩৪তম। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে শারমিন শিল্পা ৩৪ জনের মধ্যে আছেন সবশেষ অবস্থানে।

৫০ মিটার ফ্রি পিস্তলে শাকিল আহমেদ কমনওয়েলথ গেমসে রুপা জিতেন। জার্কাতা গেমসে এই ইভেন্ট না থাকায় অংশ নেন ১০ মিটার এয়ার পিস্তলে। এখানে ২২তম হন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183394320.jpg

একইভাবে ব্যর্থ হয়েছেন মাবিয়া আক্তার। দেশসেরা এই ভারোত্তোলক শুক্রবার ১৭৮ কেজি ওজন তুলে ৬জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। নিজের সেরাটা দিতে পারেন নি তিনি।

ব্যর্থ দেশের সাতারুরাও। মাহফিজুর রহমান সাগর ও খাদিজা আক্তার হতাশা পুঁড়িয়েছেন। বাছাই পর্বের বৈতরনী পার হতে পারেন নি কেউ। নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে খাদিজা আক্তার ২ নম্বর হিটে অষ্টম হয়েছেন। ৩০ সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ২৭তম। ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে মাহফিজুর রহমান সাগর ৪৭ জনের মধ্যে ৩৫তম।

তবে পদক না জিতলেও আশার আলো দেখিয়েছে ফুটবল আর হকি। হকিতে প্রথম ম্যাচে ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এরপরই ০-৭ গোলে মালয়েশিয়ার কাছে হার মানে দল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183422469.jpg

তবে মনে রাখার মতো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। এবারই প্রথম দল উঠে এশিয়ান গেমসের নকআউট পর্বে। বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে জয়টা স্মরণীয় হয়ে আছে। তবে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার কাছে ১-৩ গোলে হেরে থামে জামাল ভুঁইয়াদের রূপকথা। তবে সুন্দর আগামী প্রতিশ্রুতি নিয়েই দেশে ফিরছেন ফুটবলাররা।

   

চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ (শনিবার) চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচে। এদিকে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচ ডে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

আইপিএল

বেঙ্গালুরু–চেন্নাই

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–পুলিশ এফসি

বিকেল ৫টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

বুন্দেসলিগা

লেভারকুসেন–অগ্‌সবুর্গ

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

হফেনহাইম–বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ

আল আহলি–আবহা

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

;

গম্ভীরকে রোহিতদের কোচ হিসেবে চায় বিসিসিআই



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবর, গম্ভীর ভারতের কোচ হতে চান কিনা তা জানতে এরই মধ্যে তার সঙ্গে আলোচনাও করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের কোচ হিসেবে দায়িত্বকাল শেষ হবে রাহুল দ্রাবিড়ের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। তবে সেটা কিছুটা বাড়িয়ে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে সম্মত হয় বিসিসিআই ও দ্রাবিড়।

তবে এবার আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই কথা বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই তাই প্রধান কোচের পদ পূরণ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। নতুন কোচকে সাড়ে তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেবে বিসিসিআই।

গৌতম গম্ভীর এখন পর্যন্ত পেশাদার কোচিং শুরু করেননি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মৌসুম আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সে একই পদে কাজ করছেন। কোচ হিসেবে অনভিজ্ঞ হলেও অধিনায়ক এবং মেন্টর হিসেবে তাকে সফল বলা যায়।

অধিনায়ক হিসেবে কলকাতাকে দুইবার আইপিএল জিতিয়েছেন, মেন্টর হিসেবে লক্ষ্ণৌকে দুইবার প্লে-অফ পর্বে তুলেছেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কলকাতাকে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট এনে দিয়েছেন।

গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাব নিয়ে এখনই কিছু ভাবছেন না। আইপিএল শেষের পর এই বিষয়ে তার সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর।

;

প্রথমবার ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রাজিল। এটাই হবে লাতিন আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ।

২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিয়ে প্রতিযোগিতা ছিল ব্রাজিল এবং জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের যৌথ বিডের মধ্যে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে পড়ে ১১৯ ভোট। জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড ভোট পায় ৭৮টি।

২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে আরও বেশ কয়েকটি দেশ শুরুতে আগ্রহ দেখিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো তাদের যৌথ বিড প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতায় টিকে থাকে কেবল ব্রাজিল ও জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড।

এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিয়েছে ফিফার সব সদস্য দেশ। এর আগে ফিফার নীতিনির্ধারণী পর্ষদ ফিফা কাউন্সিল নারী বিশ্বকাপের আয়োজক নির্বাচন করত।

নারী বিশ্বকাপ এটাই প্রথম হলেও পুরুষদের বিশ্বকাপ দুইবার আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ১৯৫০ এবং ২০১৪ সালে পুরুষদের বৈশ্বিক আসর সফলভাবে আয়োজন করে তারা।

;

কোপার আগে যে দুই দেশের বিপক্ষে খেলে প্রস্তুতি নেবেন মেসিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। তার আগে দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দুটি খেলবেন মেসিরা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডর ও পাঁচ দিন পর ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে হবে দুই ম্যাচ।

২০ জুন আটলান্টায় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। তার আগে এই প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচই খেলার সুযোগ পাবে লা আলবিসেলেস্তেরা।

১২ জুনের মধ্যে কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবারের কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’তে রয়েছে আর্জেন্টিনা। কানাডা ছাড়াও দেশটির অন্য দুই গ্রুপসঙ্গী পেরু ও চিলি।

;