ব্যাট-গোলাপি জার্সি নিয়ে করোনা যুদ্ধে প্লেসিস
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছেন দেশ-বিদেশের অনেক তারকা ক্রিকেটার। মহানুভব সেই সব খেলোয়াড়দের দলে এবার নাম লেখালেন ফাফ ডু প্লেসিস।
কোভিড-১৯ মহামারীতে কষ্টে থাকা সুবিধাবঞ্চিত স্থানীয় শিশুদের খাবার দিতে তহবিল গড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই বাটসম্যান। এজন্য নিজের ব্যাট ও গোলাপি ওয়ানডে জার্সি নিলামে তুলবেন তিনি।
শৈশবের বন্ধু ও সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের ছুড়ে দেওয়া অল ইন আফ্রিকা চ্যালেঞ্জে সাড়া দিয়েই মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিলেন ডু প্লেসিস।
শনিবার ইনস্টাগ্রামে ভক্ত-সমর্থকদের খবরটা দিয়েছেন ডু প্লেসিস নিজেই। সঙ্গে দিয়েছেন নতুন আইএক্সইউ ব্যাট ও জার্সির ছবি। এই জার্সি গায়ে জড়িয়েই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে পিঙ্ক ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন প্লেসিস।
ব্যাট ও জার্সির নিলাম হবে অল ইন আফ্রিকা’র ওয়েবসাইটে। লক্ষ্য পাঁচ লাখ র্যান্ডের তহবিল গঠন। তহবিলের অর্থ শিশুদের জন্য কাজে লাগাবেন ডু প্লেসিস হিলসং আফ্রিকা ফাউন্ডেশনের মাধ্যমে।
সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন ডু প্লেসিস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনেও সমর্থন দিয়েছেন।