মাতাল হলে জানান দেবে স্মার্টফোন!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একজন মদ্যপায়ীর জন্য সবসময় পরিমাপ করে পান করা সহজ বিষয় নয়, কিন্ত হাতে থাকা স্মার্টফোন ইউজারের গতিবিধি লক্ষ্য  করে বলে দিতে পারবে ঠিক কতটুকু অ্যালকোহলিক পানীয় পান করেছে।

স্মার্টফোনে ব্যবহৃত সেন্সরটি রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করে ইউজারকে অতিরিক্ত মদ্যপানে সতর্কতা, মদ্যপ অবস্থায় ড্রাইভিং না করার প্রয়োজনীয় বার্তা দেবে। এছাড়া এসওএস জরুরি প্রয়োজনে সেবার মত একটি ফিচার রয়েছে। এখানে জরুরি প্রয়োজনে নিকটস্থ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যুক্ত করা যাবে। ফলে মদ্যপ ব্যক্তির কোনো চিকিৎসা সহায়তার প্রয়োজন হলে তার কাছে বার্তা পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ ইউনিভার্সিটির গবেষকরা জানান, এই সমীক্ষার জন্য ২১ থেকে ৪৩ বছরের ২২ জন প্রাপ্ত বয়স্ক স্বেচ্ছাসেবীদের নেওয়া হয়েছে।

স্মার্টফোনে খুব শীঘ্রই এমন সেন্সর যুক্ত করা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। ইতোমধ্যে এর কার্যকারিতার বিভিন্ন বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন