সিম্ফনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা বুবলী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা বুবলী

চিত্রনায়িকা বুবলী

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল আমারিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন চিত্রনায়িকা বুবলী।

বিজ্ঞাপন

এ বিষয়ে বুবলী বলেন, সিম্ফনি মােবাইল বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড এবং সবচাইতে বেশি বিক্রিত হওয়া হ্যান্ডসেট ব্র্যান্ড। গুণগত মান অক্ষুণ্ন রেখে সকল ধরনের মানুষের চাহিদা অনুযায়ী মােবাইল তৈরি করে সিম্ফনি মােবাইল। আর এই কারণেই আমি সিম্ফনির সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে সিম্ফনি। শিগগিরই সিম্ফনি বাংলাদেশের বাজারে আরাও নতুন কিছু হ্যান্ডসেট নিয়ে আসবে এবং সেই ফোনগুলাে সকল স্তরের মানুষের মন জয় করতে পারবে আমার বিশ্বাস।

বিজ্ঞাপন

আপনারা সবাই আমাদের সাপোর্ট দিলে আমরা আরও বহুদূর এগিয়ে যাব। সিম্ফনির কোয়ালিটি কেমন আপনারা জানেন। এটি আপনাদের সাপোর্ট পেলে আরও বহুগুণে এগিয়ে যাবে বলে জানান বুবলী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

এ সময় পিংক ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ বলেন, সিম্ফনি বাহিরের অন্যান্য দেশগুলোর সাথে উত্তরোত্তর সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই যাত্রায় এবার ব্র্যান্ড সিম্ফনি মােবাইলের অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সেই সুবাদে আজকের এই নতুন যাত্রা থেকে মনে হচ্ছে এটা আরও বহুদূর এগিয়ে যাবে।

এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ বলেন, বাংলাদেশের ১২ কোটি মানুষ সিম্ফনি ব্যবহার করে। আমরা তিনবার এ যাবৎ সেরা নির্বাচিত হয়েছি। এখনও আমরা সেরাতেই আছি বলে মনে করি। আমরা এই যাত্রাকে সামনে নিতে ভালো মানের মিডিয়া সম্পৃক্ত লোক খুঁজছিলাম, যা আমরা পেয়েছি।

বাংলাদেশের ব্রান্ডকে বিশ্ব দরবারে পৌঁছানো দরকার মনে করা থেকেই আমাদের এই ব্রান্ড অ্যাম্বাসেডরের যাত্রা শুরু করেছি বলে জানান জাকারিয়া শাহীদ।

এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদের উপস্থিতিতে সিম্ফনি মােবাইলে মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ এবং শবনম বুবলী এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় সিম্ফনি মােবাইলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।