হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসছে

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগতভাবে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং এই পরিষেবাটি একটি সামাজিক নেটওয়ার্কে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন শুধুমাত্র বন্ধু ও পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযোগ নয় বরং সম্প্রদায় নামক বৃহত্তর গোষ্ঠীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে পারবে।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাইল শেয়ারিং, ৩২ ব্যক্তির সঙ্গে গ্রুপ কল এবং ইমোজি প্রতিক্রিয়া দেওয়া যাবে। যাতে করে টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপগুলির জন্য হোয়াটসঅ্যাপ একটি চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত যোগাযোগের ক্ষেত্রে টেলিগ্রাম এক বিশিষ্ট ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

মেটা সিইও মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা অনলাইনে যোগাযোগ করার উপায় পরিবর্তন হচ্ছে। আমাদের মধ্যে বেশিরভাগই আকর্ষণীয় বিষয়বস্তু আবিষ্কার করতে এবং আপডেট থাকতে সামাজিক নেটওয়ার্ক এবং ফিড ব্যবহার করি। কিন্তু একটি গভীর স্তরের মিথস্ক্রিয়া জন্য, মেসেজিং আমাদের ডিজিটাল জীবনের কেন্দ্র হয়ে উঠেছে। এটি আরও ঘনিষ্ঠ, ব্যক্তিগতএবং এনক্রিপশনসহ এটি আরও সুরক্ষিত।