‘ইন্সটা পে’ সেবা পণ্য ডেলিভারি মাত্রই টাকা পাবেন প্রেরক

  • সাব্বিন হাসান
  • |
  • Font increase
  • Font Decrease

‘ইন্সটা পে’ সেবা পণ্য ডেলিভারি মাত্রই টাকা পাবেন প্রেরক

‘ইন্সটা পে’ সেবা পণ্য ডেলিভারি মাত্রই টাকা পাবেন প্রেরক

ই-কমার্স ব্যবসার চাহিদা সাপেক্ষে ‘ইন্সটা পে’ এবং ‘এক্সপ্রেস শপ’ নামে নতুন দুটি সেবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ই-কুরিয়ার। ইন্সটা পে সেবার আওতায় গ্রাহকেরা অর্ডার করা পণ্য বুঝে পাওয়া মাত্রই পণ্য প্রেরক (মার্চেন্ট) তার টাকা বুঝে পাবেন। তা ছাড়া দেশজুড়ে দোকানভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি ঘরানার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল রূপান্তরে ‘এক্সপ্রেস শপ’ উদ্যোগ নিয়ে কাজ করছে ই-কুরিয়ার।

ফলে সারাদেশের যেকোনো জায়গায় পণ্য, সব ধরনের পার্সেল, ডকুমেন্ট পৌঁছানো মাত্রই পণ্য প্রেরক টাকা পেয়ে যাবেন। এ ধরনের সেবা দেশে প্রথমবার আনা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ ডিসেম্বর) গুলশানে ডটলাইন্স প্রধান কার্যালয়ে ‘ইন্সটা পে’ সেবার তথ্যচিত্র উপস্থাপন করে ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব ঘোষ রাহুল বলেন, ই-কুরিয়ার ‘ইন্সটা পে’ সেবার মাধ্যমে পণ্য প্রেরকের টাকার প্রবাহ থাকবে তার ইচ্ছা অনুযায়ী। পুঁজির সমস্যায় মিলবে সহজ সমাধান। নগদ অর্থকে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরও এগিয়ে যাবে ই-কুরিয়ার।

ডটলাইন্স গ্রুপের বিপণন বিভাগ প্রধান মুনতাসির আহমেদ জানালেন, অনলাইন ব্যবসার যুগে বেশিরভাগ গ্রাহকেরা ক্যাশ অন ডেলিভারি (সিওডি) অপশন পছন্দ করেন। কিন্তু সিওডি পদ্ধতিতে ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে কচ্ছপের গতিতে। কারণ কুরিয়ার সেবাদাতারা সাধারণত সপ্তাহে সর্বোচ্চ একবার টাকা ছাড় করে থাকেন। ফলে ক্ষুদ্র ও মাঝারি পণ্য প্রেরকেরা বড় অংশের পুঁজি আটকে থাকে কুরিয়ার বা পার্সেল ডেলিভারি সেবাদাতাদের কাছে।

সারাদেশে অনলাইনে পণ্য বিক্রেতারা মূলত ক্যাশ অন ডেলিভারি শর্তে (সিওডি) পণ্য বিক্রি করেন। পণ্য সরাসরি গ্রাহকের হাতে দিয়ে যে অর্থ পাওয়া যায় তা পণ্য প্রেরকের (মার্চেন্ট) কাছে পৌঁছে দিতে মাঝেমধ্যে সপ্তাহও লেগে যায়। ক্ষুদ্র ও মাঝারি ই-কমার্স ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ তাদের হাতে সবসময় টাকার ঘাটতি থাকে। তারা যদি পণ্য ডেলিভারি মাত্রই টাকা পেয়ে যান তাহলে তাদের ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ আর পুনর্বিনিয়োগের সমস্যা থাকে না। ইন্সটা পে মূলত এমন সমস্যারই সমাধান করবে বলে জানান বিপ্লব ঘোষ রাহুল।

ই-কুরিয়ার’র মালিকানা প্রতিষ্ঠান ডটলাইন্সের গ্রুপ প্রধান বিপণন কর্মকতা মুনতাসির আহমেদ বলেন, চারপাশে উদ্যোক্তা তৈরির প্রচুর কাজ হচ্ছে। কিন্তু একবার উদ্যোক্তা তৈরি হয়ে গেলে তার কথা ভুলে যাই। সহযোগিতা অব্যাহত রেখে তাকে আরও এগিয়ে নিতে হবে সে বিষয়টি গুরুত্ব পায় না। উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার জন্যই আমরা কাজ করছি। উদ্যোক্তাদের সঙ্গে ই-কুরিয়ারও সফল হবে।