বড় দিনে গুগলে যা যা খোঁজা হলো

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

গুগলের কাছে মানুষের প্রত্যাশা অন্যরকম। তাই বিভিন্ন উৎসব কেন্দ্রিক কত বিচিত্র জিনিস যে মানুষ খোঁজে তারই  তথ্য উঠে এসেছে স্যাটেলাইট ইন্টারেনেট নামক একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে ।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালানো এক সমীক্ষায় উঠে আসে তার বিচিত্র তথ্য।

বিজ্ঞাপন

এবারের পুরো যুক্তরাষ্ট্রে বড়দিন ঘিরে সবচেয়ে বেশি গুগল করা শব্দটি হলো ‘অ্যামাজন’। আত্মীয় ও বন্ধু বান্ধবদের জন্য ক্রিসমাস কার্ড কেনার জন্য ই-কমার্স জায়ান্টটির ওয়েবসাইটেই বেশিরভাগ ক্রেতা ঢুঁ মারেন। এছাড়াও, শেষ মুহূর্ত পর্যন্ত কী কী ক্রিসমাস অফার চলবে তা নিয়েও বেশ কয়েকটি প্রদেশের মানুষ গুগলে সার্চ করেছেন।

স্যাটেলাইট ইন্টারেনেটের এই তথ্যে দেখা যায় বিভিন্ন প্রদেশ অনুযায়ী মানুষের তথ্যর চাহিদা ভিন্ন।

বিজ্ঞাপন

যেমন ওয়াইওমিং প্রদেশে সবচেয়ে বেশি বার গুগলের কাছে জানতে চাওয়া হয়েছে কী আছে কিম কাদারশিয়ানের ক্রিসমাস কার্ডে। আলাস্কার বাসিন্দারা জানতে চেয়েছেন ক্রিসমাস কী?

ওহিওর বাসিন্দারা জানতে চেয়েছেন কয়লা কোথায় পাওয়া যায়? অন্যদিকে, খাবার দাবার নিয়ে বেশি চিন্তিত ভার্জিনিয়ার বাসিন্দারা। একটি আস্ত মুরগী রোস্ট করতে কতো সময় লাগে তাই তারা জানতে উদগ্রীব। ক্যালিফোর্নিয়ার বাসিন্দারার আবার কফিপ্রেমী। জানতে চেয়েছেন ক্রিসমাস চলাকালীন স্টারবার্কস খোলা থাকে কিনা।

নিউ ম্যাক্সিকোতে ক্রিসমাস মিম ও ম্যারিল্যান্ডে ক্রিসমাস জিআইএফের ব্যাপারে সবচেয়ে বেশি বার গুগলে সার্চ করা হয়েছে।