অতি ক্ষুদ্র, হালকা, দ্রুতগতির মাইক্রো রোবটের মডেল তৈরি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতি ক্ষুদ্রাকৃতির দুটি মাইক্রো রোবটের মডেল তৈরি করেছেন গবেষকেরা।

ওয়াশিংটন স্টেট ইউনির্ভাসিটির একদল গবেষক এ মডেল তৈরি করতে সক্ষম হয়েছেন। এ মাইক্রো রোবট দুটি এত ছোট যে, দেখতে অতি ক্ষুদ্র পোকার মতো। রোবট দুটি ভীষণ হালকা ও দ্রুতগতির বলে জানিয়েছে ডেইলি সায়েন্স।

বিজ্ঞাপন

১৮ জানুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার) নিউজ ডেইলি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ডেইলি সায়েন্স জানিয়েছে, এ মাইক্রো রোবট দুটি অতি দ্রুত পানির ভেতরে স্বচ্ছন্দে চলাচল করতে পারবে। রোবট দুটি দেখতে অতি ক্ষুদ্র পোকার মতো। এর আগে এত ক্ষুদ্র রোবট তৈরি করা সম্ভব হয়নি। এর একটিকে বলা হচ্ছে, মিনি-বাগ ও অন্যটিকে বলা হচ্ছে, ওয়াটার স্ট্রাইডার মাইক্রো রোবট।

বিজ্ঞাপন

এ ক্ষুদ্র রোবট দুটি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করা হবে। সেই সঙ্গে কোনো কিছু অনুসন্ধান ও উদ্ধার কাজেও ব্যবহার করা যাবে। এ ছাড়া পরিবেশ বিষয়ে পরিবীক্ষণ এবং মানুষের অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত হবে।

জানা গেছে, মিনি-বাগ মাইক্রো রোবটের ওজন মাত্র ৮ মিলিগ্রাম ও ওয়াটার স্ট্রাইডার মাইক্রো রোবটের ওজন ৫৫ মিলিগ্রাম। প্রতি সেকেন্ডে রোবট দুটি ৬ মিলিমিটার গতিতে চলতে পারবে।