‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রযুক্তিতে বিশ্বের সেরা করতে চান’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, টেকনোলজি বেইজড একটা রাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রী গড়ে তুলতে চান। ইতোমধ্যে তিনি কাজ শুরু করেছেন। তিনি প্রযুক্তিতে বিশ্বের সেরা হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করতে চান। আর এটিই হবে আমাদের স্মার্ট বাংলাদেশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মহিউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। বর্তমানের প্রযুক্তি আগামী এক দশকে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তিখাতে প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। এই খাত এগিয়ে না গেলে উন্নত বিশ্বের থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ।